Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আপনার রাশিতে জ্যোতিষী হওয়ার যোগ আছে কি না জেনে নিন

দ্বিতীয় বা তৃতীয় বা পঞ্চম বা একাদশভাবে বুধ বা শুক্র বা বৃহস্পতি বা কেতু বা পূর্ণচন্দ্রের অবস্থান বা যোগ দৃষ্টি সম্পর্ক জ্যোতিষ শাস্ত্রের আগ্রহ বা সহায়ক। যদি লগ্নপতি তৃতীয়ে অবস্থান করে, তাহলে কোনও ব্যক্তিকে বিখ্যাত জ্যোতিষী হতে পারে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৭ ০০:০৮
Share: Save:

১)বুধ কেন্দ্রস্থ, পঞ্চম বা দ্বিতীয়ে অবস্থান করলে অথবা রবি ও বুধ একত্রে দ্বিতীয়ে বা পঞ্চমে অবস্থান করলে জাতক জ্যোতিষী করতে পারে।

২)কেতু লগ্ন বা পঞ্চম নামে বা কারকাংশে অবস্থান করলে তা জাতককে গনিত ও জ্যোতিষশাস্ত্রে পারদর্শী করে।
৩) রবি এবং বুধ অথবা বুধ এবং শুক্রের দ্বিতীয় অবস্থান কোনও জাতককে যুক্তিপুর্ন কথাবার্তা, মিষ্টভাষী, বাকপটু এবং জ্যোতিষে পারদর্শী করে থাকে।
৪) দ্বিতীয় বা তৃতীয় বা পঞ্চম বা একাদশভাবে বুধ বা শুক্র বা বৃহস্পতি বা কেতু বা পূর্ণচন্দ্রের অবস্থান বা যোগ দৃষ্টি সম্পর্ক জ্যোতিষ শাস্ত্রের আগ্রহ বা সহায়ক।
৫)বুধের কন্যা রাশিতে অবস্থান কোনও জাতককে জ্যোতিষশাস্ত্রে আগ্রহী করতে পারে।
৬)দশমপতি বুধের রাশিতে অবস্থান করলে জাতক জ্যোতিষী হতে পারে।
৭)যদি পঞ্চমপতি দ্বিতীয়ে শুভ যোগ সৃষ্টি করে অবস্থান তবে জাতক জ্যোতিষী হবেন, এবং তার ভবিষ্যত বানী সঠিকভাবে মিলবে।
৮)যদি দ্বিতীয়পতি রবি বা মঙ্গল হয়ে বৃহস্পতি ও শুক্র যুক্ত অথবা দৃষ্ট হয় তবে জাতক ভাল জ্যোতিষী পারবেন।
৯)যদি দশমপতি বুধের নবাংশে অবস্থান করে তবে জাতক জ্যোতিষ কর্মে নিযুক্ত হতে পারবেন।
১০)মিথুন রাশিতে রবির অবস্থান জ্যোতিষশাস্ত্রে আগ্রহকে নির্দেশ করে।
আবার সিংহরাশিতে চন্দ্র, বুধ দ্বারা দৃষ্ট হলেও জাতক জ্যোতিষী হতে পারবেন।
১১)যদি লগ্নপতি তৃতীয়ে অবস্থান করে, তাহলে কোনও ব্যক্তিকে বিখ্যাত জ্যোতিষী হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Sign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE