Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Astrology

রামধনুর সাতটি রঙের প্রভাব মানব জীবনে কেমন জেনে নিন

সূর্যের রশ্মি ও রামধনুর রঙিন ছটা চিরকালই সৌন্দর্যের এক অসাধারণ প্রতিফলন।

সূর্যের রশ্মি ও রামধনুর রঙিন ছটা চিরকালই সৌন্দর্যের এক অসাধারণ প্রতিফলন।

সূর্যের রশ্মি ও রামধনুর রঙিন ছটা চিরকালই সৌন্দর্যের এক অসাধারণ প্রতিফলন।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০২:০০
Share: Save:

সূর্যের রশ্মি ও রামধনুর রঙিন ছটা চিরকালই সৌন্দর্যের এক অসাধারণ প্রতিফলন। এই রকম রঙের খেলা যে কতটা দৃষ্টি নন্দন তা আমরা সকলেই জানি। যুগ যুগ ধরে রামধনুর সাতটি রং মানুষের কাছে এক বিরল অভিজ্ঞতা প্রদান করে আসছে। প্রকৃতপক্ষে গ্রহ জগতের সঙ্গে পার্থিব জগতের এক আশ্চর্য সেতু বন্ধন ঘটায় রামধনু। এই সেতু বন্ধনের মধ্যমেই আমাদের জীবনে শাসনের ক্ষমতা প্রবেশ করে।

রামধনুর সাতটি রং
বেগুনী - সর্বদা হাসিখুশি থাকার মনোভাব। সামাজিক হওয়ার প্রবণতা।
নীল - মাঝারি থেকে কঠোর পরিশ্রমী, নিজের কাজে বেশি উদ্যোগী।
গেরুয়া - অপরের চোখে স্বার্থপর কিন্তু নিজেদের জীবনের উদ্দেশ্য খুঁজে পায়।
আসমানি - পরিপূর্ণতার জন্য সংগ্রামী মনোভাবের পরিচায়ক।
সবুজ - প্রভাব বিস্তারকারী হওয়ার প্রবণতা এবং অন্যদের কাছে সুপরিচিত হওয়ার গভীর ইচ্ছা।
হলুদ - অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রবণতা। প্রতিযোগিতায় অন্যদের তুলনায় শ্রেষ্ঠত্ব লাভের ইচ্ছা।
কমলা - সামাজিকভাবে সকলকে নিয়ে চলার প্রচেষ্টা। ত্যাগের প্রতীক ও জ্ঞানপিপাসু। গাম্ভীর্যপূর্ণ চালচলন।
লাল - সাহসী, জীবন উপভোগ করার অনুভূতি ও স্পষ্টবাদী।

রামধনুর এই সাতটি রঙের বাইরেও আরও বেশ কিছু রং আছে যেগুলি প্রকৃতপক্ষে এই সাতটি রঙের সমাহার।

কালো - বেআইনি কাজকর্মে জড়িয়ে পড়ার আশঙ্কা। কখনও কখনও পরিণতির কথা না ভেবেই বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হওয়া।
চকোলেট - বিপরীত লিঙ্গের প্রতি শ্রদ্ধা, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং অন্য স্বাভাবিক মানুষের চেয়ে যৌন-আকাঙ্ক্ষা তীব্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rainbow human life astrology রামধনু
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE