Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Astrology

জেনে নিন আপনি কখন ধনী হতে পারবেন

রাশিচক্রের দ্বিতীয়-ভাবে দ্বিতীয়-পতির অবস্থান বা দৃষ্টি থাকলে আপনার ধনী হওয়ার সম্ভাবনা থাকে। লগ্নে দ্বিতীয়, একাদশ বা দ্বিতীয় এবং একাদশ-পতির মধ্যে শুভ যোগাযোগ তৈরি হলে তা আর্থিক দিক থেকে খুবই শুভ।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৬:০০
Share: Save:

ধনী হতে কে না চায় ? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রে কিছু নির্দিষ্ট গ্রহাবস্থান তথা গ্রহ যোগ থাকলে জাতক বা জাতিকা ধনী হতে পারেন।

রাশিচক্রের গ্রহাবস্থান অনুযায়ী আপনি কখন ধনী হতে পারেন দেখে নেওয়া যাক —

• রাশিচক্রের দ্বিতীয়-ভাবে দ্বিতীয়-পতির অবস্থান বা দৃষ্টি থাকলে আপনার ধনী হওয়ার সম্ভাবনা থাকে।
• একাদশ-ভাবে একাদশ-পতির অবস্থান তথা দৃষ্টি, দ্বিতীয়, একাদশ, দশম ভাবে শুভ বৃহস্পতি, শুক্র বা শুভ শনির যোগাযোগ ধনলাভে সাহায্য করে।
• লগ্নে দ্বিতীয়, একাদশ বা দ্বিতীয় এবং একাদশ-পতির মধ্যে শুভ যোগাযোগ তৈরি হলে তা আর্থিক দিক থেকে খুবই শুভ।
• দ্বিতীয় ও একাদশ-পতির মধ্যে যদি ক্ষেত্র বিনিময় হয় তবে আর্থিক দিক থেকে সেটা শুভ লক্ষণ বলে বিবেচনা করা হয়।
• যাদের হাতের পাতায় শুক্র ও বৃহস্পতির স্থান বেশ ভালো অর্থাৎ ফোলা, চকচকে, কাটাকুটি বর্জিত তথা শুভ চিহ্নযুক্ত হয়ে থাকে তাদের আর্থিক অবস্থা বেশ ভাল হয়ে থাকে।
• ভাগ্যরেখা কোনোভাবে ক্রটিযুক্ত হয়ে থাকলে এবং অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চললে মাঝেমধ্যে সময় খারাপ যেতে পারে।

জীবনে কখন ব্যয়ের পরিমাণ বাড়ে এক ঝলকে দেখে নেওয়া যাক -

• দ্বাদশ-পতির সঙ্গে দ্বিতীয় পতি বা দ্বিতীয় ভাবের যোগাযোগ হলে ব্যয় বাড়ে। দ্বিতীয় বা একাদশ-পতি যদি দুর্বল বা অশুভ হয়ে থাকে তবে আর্থিক দুর্বলতা অর্থাৎ দারিদ্র যোগের সম্ভাবনা থাকে।
• দ্বিতীয় বা একাদশ ইত্যাদি স্থানে রবি-শুক্র, বৃহস্পতি-শুক্র, রাহু-বৃহস্পতি এবং রাহু-শুক্রের যোগ সৃষ্টি হলে দারিদ্র যোগের সৃষ্টি হয়ে থাকে।

রাশিচক্রে ধনযোগ বা দারিদ্র যোগ যেটাই থাকুক, প্রত্যেক মানুষই তার আর্থিক উন্নতি চায়। টাকায় অরুচি উচ্চকোটির সাধু-সন্তদের হতে পারে, তবে সাধারণ মানুষের প্রতি পদে অর্থের প্রয়োজন পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

astrology fate waelth rich ধনী
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE