Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দেখে নিন রাশি অনুযায়ী কোন সংখ্যা আপনার পক্ষে শুভ

আপনার রাশি জানুন ও তার ঘর সংখ্যা জানুন এবং উল্লেখিত উপায়গুলি প্রয়োগ করুন।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

নতুন বৎসর ভাল যাক ও সব কিছু ভাল থাকুক এই চাহিদাই সকলের মধ্যে থাকে। কিন্তু কর্মফল ও গ্রহফল মানুষকে নানা ভাবে জর্জরিত করে। এখন সংখ্যার সাহায্যে সমাধানের চেষ্টা করা যাক। আপনার রাশি জানুন ও তার ঘর সংখ্যা জানুন এবং উল্লেখিত উপায়গুলি প্রয়োগ করুন।

সংখ্যা ১ (মেষ)- প্রথম ঘর ১ অর্থাত্ মেষের অধিপতি হল মঙ্গল। মঙ্গলের সংখ্যা ৯। অতএব ১+৯= ১০=১। প্রকৃত শুভ সংখ্যা আপনার ১। ১ সংখ্যা জাতক বা জাতিকারা ১ সংখ্যা দিয়েই সর্বদিক শুভ করার চেষ্টা করুন।

প্রতিকার- দেবদ্বিজে ভক্তি থাকলে আপনি ভগবান শ্রীবিষ্ণুর পুজো দিন। প্রতিদিন শিব মন্দিরে ধূপ জ্বালান।

জপ মন্ত্র- ‘ওঁ ভগবতে বাসুদেবায় নমঃ’।

সংখ্যা ২ (বৃষ)- ২ সংখ্যার অধিপতির গৃহ সংখ্যা ৬। অতএব ২+৬=৮। আপনার জীবনের শুভ দিকটি ২ ও ৮ সংখ্যার মধ্যে দিয়ে হবে।

প্রতিকার- প্রতিদিন মা দক্ষিণাকালীর পুজো দিন। প্রত্যেক শুক্রবার মায়ের গলায় ১০৮ জবার মালা চড়ান।

জপ মন্ত্র- ‘ওঁ হ্রীং দুর্গে দুর্গে রক্ষণিঃ স্বাহা’।

সংখ্যা ৩ (মিথুন)- রাশিচক্রের তৃতীয় ঘর অর্থাত্ মিথুনের সংখ্যা হল ৩। আপনার জীবনের শুভ সংখ্যা ৩, ৫, ৬। এই তিনটি সংখ্যার মধ্য দিয়েই আপনার জীবনের ভাল দিকগুলি আসবে।

প্রতিকার- ভগবান শিবের নিত্য পূজা দিন আতপচাল ও বেলপাতা-সহ।

আরও পড়ুন: ২০১৯ সালে আপনার এবং সন্তানের শিক্ষাক্ষেত্র কেমন যাবে

জপ মন্ত্র- ‘ওঁ হরি ওঁ শিবায় নমঃ’।

সংখ্যা ৪ (কর্কট)- রাশিচক্রের চতুর্থ ঘর কর্কট রাশি। আপনার শুভ সংখ্যা ২, ৩, ৬, ৯। এই সব সংখ্যার সাহায্যে আপনার জীবনের ভাল দিকগুলি আসবে।

প্রতিকার- ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন। প্রতিদিন নারায়ণের চরণে ১১টি তুলসী পাতা দিন।

জপ মন্ত্র- ‘ওঁ নমো নারায়ণ নমঃ’।

সংখ্যা ৫ (সিংহ)- আপনার রাশি সিংহ হলে ঘর সংখ্যা ৫। ১, ৩, ৬, ও ৯ এই সংখ্যাগুলি আপনার শুভ সংখ্যা। জীবনের ভাল দিকগুলি আপনার এই সব সংখ্যার মধ্যেই আসবে।

প্রতিকার- প্রতিদিন ভগবান শ্রী সূর্যদেবকে লাল ফুল অর্ঘ্য দিন। সন্ন্যাসীকে দান করুন।

জপ মন্ত্র- ‘ওঁ হ্রীং হ্রীং সূর্যায় নমঃ’।

সংখ্যা ৬ (কন্যা)- রাশি চক্রের সংখ্যা ৬ হল কন্যা রাশির ঘর। ৩, ৫, ৬ ও ৮ হলো আপনার শুভ সংখ্যা। সমস্ত দিকে এই সংখ্যাগুলিকে ব্যবহার করুন।

প্রতিকার- ভগবান নারায়ণের নিত্য পুজো দিন। সম্ভব হলে প্রত্যেক পূর্ণিমায় শিব মন্দিরে পায়েস ভোগ দিন।

জপ মন্ত্র- ‘ওঁ ভগবতে বাসুদেবায় নমঃ’।

সংখ্যা ৭ (তুলা)- রাশিচক্রের সপ্তম ঘর হল তুলা যা ৭ সংখ্যার অধিপতি। ২, ৫, ৬, ৮ ও ৯ হল আপনার শুভ সংখ্যা। সর্বকার্য উক্ত দিনগুলিতে করুন।

প্রতিকার- ভগবান শিবের পুজো দিন, বাবার কাছে সিদ্ধি ভোগ দিন।

জপ মন্ত্র- ‘ওঁ শিবায় নমঃ’।

সংখ্যা ৮ (বৃশ্চিক)- বৃশ্চিক রাশির ঘর সংখ্যা ৮। আপনার শুভ ১, ২, ৩, ৬, ৮ ও ৯ সংখ্যার দ্বারা সমস্ত ভাল দিকগুলি সংগঠিত হবেই।

প্রতিকার- মা দক্ষিণাকালীর পূজা দিন। প্রত্যেক মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করুন।

জপ মন্ত্র- ‘ওঁ ভগবতে রামদূতায় নমঃ’।

সংখ্যা ৯ (ধনু)- ধনু রাশির গৃহ হল ৯ সংখ্যা। এই ঘরের শুভ সংখ্যাগুলি হল ১, ৩, ৫ ও ৯।

প্রতিকার- ভগবান হনুমানজীর পুজো করুন ও বাবাকে লাড্ডু ভোগ দিন।

জপ মন্ত্র- ‘ওঁ ভগবতে বাসুদেবায় নমঃ’।

সংখ্যা ১০ (মকর)- মকর রাশির গৃহসংখ্যা ১০ অর্থাৎ ১+০=১। ২, ৫, ৬, ৮ ও ৯ আপনার জীবনের শুভ সংখ্যা।

প্রতিকার- ভগবান শ্রীগণেশের পুজো করুন ও প্রতিদিন সিদ্ধি ও ১১টি দূর্বা দিন।

জপ মন্ত্র- ‘ওঁ গং গণপতয়ে নমঃ’।

সংখ্যা ১১ (কুম্ভ)- কুম্ভ রাশির গৃহ সংখ্যা ১১ অর্থাৎ ১+১= ২। ১, ৫, ৬ সংখ্যার মাধ্যমে সর্বকার্য সমাধান করুন।

প্রতিকার- প্রতিদিন মা দক্ষিণাকালীকার পুজা দিন। প্রতি শনিবার মাকে নীল অপরাজিতার মালা চড়ান।

জপ মন্ত্র- ‘ওঁ ক্রীং দক্ষিণাকালিকায়ৈ নমঃ’।

সংখ্যা ১২ (মীন)- মীন রাশির গৃহ সংখ্যা হল ১২ অর্থাৎ ১+২= ৩। ১, ৩, ৫ ও ৯ সংখ্যার দ্বারা আপনার জীবনের সমস্ত শুভ দিকগুলি সুসম্পন্ন হবে।

প্রতিকার- প্রতিদিন মা দক্ষিণাকালীর পূজা করুন ও মাকে লাল ফুলের মালা চড়ান।

জপ মন্ত্র- ‘ওঁ ভগবতে বাসুদেবায় নমঃ’।

আপনাদের নতুন বৎসর ২০১৯ সকলের জীবনে আনন্দ নিয়ে আসুক।

ওঁ শান্তি, ওঁ শান্তি, ওঁ শান্তি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Number Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE