Advertisement
২৪ এপ্রিল ২০২৪

গ্রহ যোগ ও জীবিকা

বুধ ও শুক্রের শুভ যোগে ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেমিস্ট প্রভৃতি হতে পারেন । বুধ ও রবির শুভ যোগে জাতক- জাতিকা বুদ্ধিজীবি, আইনজ্ঞ, উকিল, জ্যোতিষী, জোতির্বিদ, দার্শনিক প্রভৃতি হতে পারেন। 

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০১:৫২
Share: Save:

জেনে নিন আপনার জন্মকুন্ডলীতে নির্দিষ্ট বৃত্তির যোগ আছে কিনা? জানুন আপনার জীবিকা কী হতে পারে।

১। মঙ্গল ও বৃহস্পতির শুভ যোগে জাতক বা জাতিকা প্রশাসনিক বিভাগে উচ্চপদে প্রতিষ্ঠিত হতে পারে।
২। শুভ মঙ্গলের দরুন পুলিশ বা সৈন্য বিভাগে কর্মরত হওয়া সম্ভব।
৩। বুধ ও মঙ্গলের শুভ যোগে অঙ্কে পারদর্শী হতে পারে।
৪। শুভ বুধের দরুন জাতক-জাতিকা কেরানি, হিসাব পরিক্ষক, ব্যবসায়ী, দালাল, উকিল, মোক্তার হতে পারে।
৫। বুধ ও শুক্রের শুভ যোগে ইঞ্জিনিয়র, ডাক্তার, কেমিস্ট প্রভৃতি হতে পারেন ।
৬। বুধ ও রবির শুভ যোগে জাতক- জাতিকা বুদ্ধিজীবী, আইনজ্ঞ, উকিল, জ্যোতিষী, জোতির্বিদ, দার্শনিক প্রভৃতি হতে পারেন।
৭। বুধ ও শনির শুভ যোগে খনি, রাসায়নিক বিভাগে বড় চাকরি হওয়া সম্ভব।
৮। চন্দ্র ওবৃহস্পতির শুভ যোগে জাতক বা জাতিকা বিদ্বান, রাজকার্যে পারদর্শী, মন্ত্রী বা রাজনৈতিক নেতা হতে পারেন।
৯। চন্দ্র, শুক্র ও বুধের শুভ যোগে জাতক বা জাতিকা কবি, সাহিত্যিক, লেখক ইত্যাদি হতে পারেন।
১০। শুক্র ও বুধের শুভ যোগে জাতক জাতিকা অভিনেতা, অভিনেত্রী, সিনেমা শিল্পী, সঙ্গীতশিল্পী ইত্যাদি হতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

astrology planet and livelihood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE