১) আমি মধুরিমা। আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আমার ছেলের জন্ম বহরমপুরে। জন্মতারিখ ১০/০৭/১৯৯৮। জন্মসময় রাত ৮টা ১৫মিনিট। আমার ছেলে স্নাতক। আমার ছেলের কি সরকারি চাকরি পাওয়ার যোগ আছে? ওর বিয়ে কবে হতে পারে? কী ভাবে হবে? বিবাহিত জীবন কেমন যাবে? আমার ছেলের সময় খারাপ যাচ্ছে, কখন সব ঠিকঠাক হবে?
উত্তর: আপনার ছেলের সরকারি চাকরি পাওয়ার সে রকম কোনও যোগ জন্মছকে দেখছি না। ছকটি ব্যবসা করার পক্ষে ভাল। আপনার ছেলের বিয়ে হবে এই ২০২১ সালের মধ্যে, খুব পরিচিতির মধ্যে বা দূর সম্পর্কের কোনও আত্মীয়ের মধ্যে বা একই ফ্ল্যাটের প্রতিবেশীর মধ্যে। যার সঙ্গে বিয়ে হবে, সে আপনার ছেলের ব্যবসার অংশীদারও হতে পারে। আপনার ছেলের সময় খারাপ যাবে, কারণ ওর শনির সাড়েসাতি চলছে। এখন ৫ বছর চলবে। এই সময়টা আর্থিক দিক থেকে ভাল যাবে না। সব ঠিকঠাক হতে এখন ৫ বছর লাগবে।
২) আমি দেবজ্যোতি হাত। আমার জন্ম কলকাতায়। জন্মতারিখ ২৪/০৮/১৯৯৬। জন্মসময় রাত্রি দেড়টা। আমি আমার জীবনসঙ্গী সম্বন্ধে জানতে চাই। আমার বিয়ে কবে? আমার জীবনসঙ্গী দেখতে কেমন হবে? তার সঙ্গে কী ভাবে দেখা হবে? কী ভাবে তার সঙ্গে কথা হবে?
উত্তর: আপনার প্রেম করে বিয়ে হতে পারে, আবার নাও হতে পারে। পারিবারিক পরিচিতির মধ্যে বিয়ে হবে। যাকে বিয়ে করবেন তার সঙ্গে প্রথম কথা অনেক আগেই হয়ে গেছে, প্রথম দেখাও অনেক আগেই হয়ে গেছে। সমস্যা হল, আপনি তাকে এখনও চিনতে পারেননি। সময় হোক, ঠিক চিনে নেবেন। বিয়ে হবে ২০২৬ সালে।
৩) আমি অমরেশ মিত্র। আমার জন্ম বর্ধমানে। জন্মতারিখ ২২/১১/১৯৮৩। জন্মসময় সকাল সাড়ে ১০টা। আমি আমার জীবন সম্পর্কে জানতে চাই।
উত্তর: একজন মানুষের জীবন সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, এখানে সে সব বলার সুযোগ নেই। আমি আপনার জন্মছকে শুধু পঞ্চমে রাহু-কেতু সম্পর্কে বলতে চাই। আপনার একাদশে চারটি গ্রহ, নিশ্চি ভাবে আপনার আয়স্থান বেশ বলিষ্ঠ। আপনার পঞ্চমে রাহু-কেতু সংযোগের জন্য আপনি এমন কিছু মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবেন, যা থানা-পুলিশ পর্যন্ত এগতে পারে। আপনার সন্তানস্থান খুব খারাপ। বিবাহিত জীবনে নানা কারণে অসুখী জীবন যাপন করবেন বা আত্মগ্লানির জন্য আত্মহত্যার মতো কাজও করতে পারেন, যদি পারিবারিক ধারায় আত্মহত্যা আগে ঘটে থাকে। তাই আগে থেকে সাবধানে থাকতে হবে।
৪) আমি স্বর্ণাভ দত্ত। আমার জন্মতারিখ ২৭/১২/১৯৯১। জন্মসময় রাত্রি ১২টা ৫ মিনিট। আমার কর্মজীবন কেমন যাবে? সরকারি চাকরি কি হবে? আমার উন্নতি কবে থেকে শুরু হবে?
উত্তর: আপনার জন্মলগ্ন কন্যা। আপনার জন্মছকে অর্থত্রিকোণ সে ভাবে সম্পূর্ণ নয়, ফলে সরকারি চাকরি না হওয়ারই কথা। আপনার কমিউনিকেশন সংক্রান্ত জব যেমন, সেলস, মার্কেটিং, ইত্যাদি হবে। আপনার ভাগ্যের উন্নতি এই ২০২১ থেকেই শুরু হওয়ার কথা।
৫) আমি বিজয়কুমার ঘোষ। আমার জন্ম বারাসতে। আমার জন্মতারিখ ২৩/০৫/১৯৮৮। জন্মসময় দুপুর সাড়ে ৩টে। আমি জানতে চাইছি আমার কাজ সম্পর্কে। ভবিষ্যতে আমার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে?
উত্তর: আপনার জন্মলগ্ন তুলা। আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার সংক্রান্ত জব হওয়ার কথা। সরকারি বা বেসরকারি উভয় জায়গায় চাকরি হতে পারে। তার জন্য নিজেকে তৈরি করে এগিয়ে যেতে হবে, তবেই চাকরি হবে। শনি ও শুক্র বক্রী থাকায় চাকরি পেতে অনেক বেগ পেতে হবে। সহজে চাকরি হবে না, লেগে থাকলে হবে।
৬) আমি শঙ্কর সাহু। জন্মস্থান পিংলা(মেদিনীপুর)। জন্মতারিখ ১৯/০১/৯৯। জন্মসময় রাত্রি ১১টা ২০মিনিট। আমার কোন পেশায় যাওয়া উচিত? কোন বছর থেকে আমার কেরিয়ার ডেভেলপ করবে? কবে বিয়ে হবে? বিবাহিত জীবন কেমন যাবে? কবে থেকে কেরিয়ারে স্থায়িত্ব পাব?
উত্তর: আপনার জন্মলগ্ন কন্যা। লগ্নপতি এবং দশম পতি বুধ চতুর্থে, তাই আপনার জীবিকা হবে সম্পত্তিভিত্তিক, যেমন, প্রপার্টি, বিজনেস অ্যাডভাইসরি, শিক্ষকতা, কৃষি, জমি, গাড়ি-বাড়ির ব্যবসা। আপনার ২০২৩ সালে বিয়ে। বিবাহিত জীবন সুখের হওয়ার কথা। আপনার কেরিয়ার স্থায়িত্ব পাবে কিনা, এ কথা তখন বলা যায় যখন আপনি কোনও জীবিকায় নিযুক্ত থাকবেন।