Advertisement
E-Paper

কোন রাশির কী ধরনের যৌনতা অপছন্দ

যৌনতা। মানুষের একেবারে প্রাথমিক চাহিদাগুলির মধ্যে একটা। কিন্তু সবার যৌন চাহিদা একই রকম নয়। রাশি অনুযায়ী তা পাল্টে যায়। দেখে নেওয়া যাক কোন রাশির কী ধরনের যৌনতা একেবারে অপছন্দ।

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ০০:০০

যৌনতা। মানুষের একেবারে প্রাথমিক চাহিদাগুলির মধ্যে একটা। কিন্তু সবার যৌন চাহিদা একই রকম নয়। রাশি অনুযায়ী তা পাল্টে যায়। দেখে নেওয়া যাক কোন রাশির কী ধরনের যৌনতা একেবারে অপছন্দ।

মেষ-একঘেয়ে যৌন জীবন এঁদের অসহ্য মনে হয়। ধরাবাঁধা গতে যৌনাভ্যাস এঁদের রুচিতে ব্রাত্য।

বৃষ- যৌনতায় তাড়াহুড়ো করার চেষ্টা করলে এঁরা মেজাজ হারান। শরীরী খেলায় নিত্যনতুন পরীক্ষা করতে গেলেও বিরক্ত বোধ করেন।

মিথুন- বেশি আঁকড়ে ধরলে সেই সম্পর্ক এঁদের কাছে রং হারায়। স্বাধীনতা এঁরা পছন্দ করেন। তাই বলে বহুগামী হয়ে পড়েন না।

কর্কট- এঁদের সঙ্গে মেলামেশার সময় সাবধান, কারণ তুচ্ছ কোনও ঘটনাও এঁরা ভোলেন না। যৌন মুহূর্তে চেষ্টা করতে হবে এঁরা যেন কিছুতেই আহত বোধ না করেন।

সিংহ- হুকুম তামিল করা এঁদের স্বভাব-বিরোধী। যৌনতার সময় সরাসরি কারও চাহিদা পূরণের বায়না এঁদের মেজাজ নষ্ট করে দেয়।

কন্যা- শরীরী আদরের সময় পার্টনারের অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক হওয়া পছন্দ করেন না। নোংরা কথা, যে কোনও জায়গায় যৌনতা, চরম ধস্তাধস্তি এঁদের স্বভাব-বিরুদ্ধ। শান্ত, সুন্দর, আরামদায়ক পরিবেশেই এঁরা যৌনতায় উত্‍‌সাহী হন।

তুলা- অভিজাত পরিবেশ ছাড়া এঁরা যৌনতা পছন্দ করেন না।

আরও পড়ুন: ২০১৯ সালে কোন রাশির বিবাহ হওয়ার সম্ভাবনা কতটা

বৃশ্চিক- নিজেকে জাহির করার চেষ্টা না করাই ভাল এঁদের কাছে। যৌনতার আগে ভেবেচিন্তে কথা বলা দরকার।

ধনু- এঁরা একঘেঁয়েমি একেবারেই পছন্দ করেন না। ঘরে বসে টিভি দেখা বা গেম খেলা পার্টনার এঁদের না-পসন্দ। এঁদের খুশি করতে গেলে প্রাণবন্ত হতে হবে।

মকর- কাজের ক্ষতি করে যৌনতা এঁরা পছন্দ করেন না। পর্যাপ্ত সময় ও বিশ্রামের মুড থাকলে, তবেই যৌনতায় মাতেন।

কুম্ভ- মিলনের সময় স্বাধীনতা এঁদের পছন্দের। সুতরাং বিছানায় কোনও ভাবে এঁদের নিজের মতো বেঁধে রাখার চেষ্টা করলে বা নিজের মতো চালনা করার চেষ্টা করলে পস্তাতে হবে।

মীন- মিলনের আগে ঠান্ডা মেজাজে, বাস্তব কথা বললে, এঁদের উত্তেজনা কমে যায়।

Sexual dislike Sexual Rashi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy