Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গ্রহদোষ প্রতিকারে রাশি অনুযায়ী ধাতু এবং মূল ধারণ করুন

অর্থের অভাবে অনেক মানুষ রত্ন ধারণ করতে পারেন না। এই অবস্থায় কিছু ধাতু এবং গাছের মূল ধারণ করলে অনেকটা সুস্থ থাকা যায়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ০১:০০
Share: Save:

অনেক সময় দেখা যায় কোনও গ্রহ খারাপ থাকলে জ্যোতিষীরা অনেক নামী দামী পাথর ধারণ করতে বলেন। কিন্তু অর্থের অভাবে অনেক মানুষ পড়তে পারেন না। এই অবস্থায় নিম্নোক্ত ধাতু এবং গাছের মূল ধারণ করলে অনেকটা সুস্থ থাকা যায়।
১। মেষ - স্বর্ণ বা সীসা/ বৃদ্ধদ্দারক ও অশ্বগন্ধা মূল।
২। বৃষ - স্বর্ণ বা তামা/ বিল্বমূল, ক্ষীরিকা, বামনহাটি মূল।
৩। মিথুন - তামা বা শাঁখের আংটি/ ক্ষীরিকা ও অনন্ত মূল।
৪। কর্কট - রূপা/ অনন্ত মূল ও বৃদ্ধদ্দারক মূল।
৫। সিংহ - স্বর্ণ বা শঙ্খ/ ক্ষীরিকা মূল ও ব্রহ্মযষ্টির মূল।
৬। কন্যা - স্বর্ণ/ বৃদ্ধদ্দারক ও ক্ষীরিকা মূল।
৭। তুলা - স্বর্ণ বা তামা/ শ্বেতবেড়েলা, ক্ষীরিকা মূল।
৮। বৃশ্চিক - তামা বা শঙ্খ/ ক্ষীরিকা ও অনন্ত মূল।
৯। ধনু - স্বর্ণ বা শঙ্খ/ ক্ষীরিকা ব্রহ্মযষ্টি মূল।
১০। মকর - পঞ্চ ধাতু/ বৃদ্ধদ্দারক ও ক্ষীরিকা মূল।
১১। কুম্ভ - পঞ্চ ধাতু/ শ্বেত বেড়েলা ও ক্ষীরিকা মূল।
১২। মীন - স্বর্ণ বা শঙ্খ/ অনন্ত মূল ও যষ্ঠি মূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

roots remedies planetary problem astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE