Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ব্লাড মুন বা পূর্ণ চন্দ্রগ্রহণে কোন কাজগুলি ভুলেও করবেন না

সায়ন জ্যোতিষ মতে ২১ জানুয়ারি ২০১৯ যখন চন্দ্রগ্রহণ ঘটবে তখন সূর্য থাকবে মকর রাশিতে এবং চন্দ্র থাকবে সিংহ রাশিতে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

সায়ন জ্যোতিষ মতে ২১ জানুয়ারি ২০১৯ যখন চন্দ্রগ্রহণ ঘটবে তখন সূর্য থাকবে মকর রাশিতে এবং চন্দ্র থাকবে সিংহ রাশিতে।

গ্রহণ দৃশ্য- আমেরিকা, রাশিয়ার পূর্বাংশের বেশির ভাগ অঞ্চল, ইউরোপ, ওশিয়ানিয়ার বেশির ভাগ অঞ্চল, আফ্রিকা, মধ্য প্রাচ্য।

গ্রহণ স্পর্শ (আরম্ভ)- ইরান, জাম্বিয়া, কাজাকাস্তান, ইথিওপিয়া, রাশিয়ার কতিপয় অঞ্চল, সৌদি আরব।

গ্রহণ মোক্ষ (সমাপ্তি)- রাশিয়ার পূর্বাংশের বেশ কিছু অঞ্চল, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ ও উত্তর ভাগে।

পশ্চিমী সময় অনুসারে রাত্রি ১২টা ১২ মিনিটে এবং ভারতীয় সময় অনুসারে সকাল ৮টা ৭ মিনিট ৩৪ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। গ্রহণ শেষ হবে দুপুর ১টা ৭ মিনিট ৩ সেকেন্ডে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (ভারতে অদৃশ্য) অদৃশ্য গ্রহণে স্নানদানাদি ও পাকপাত্র পরিত্যাগ করা বিধি নিষেধ নেই। তবে গ্রহণ চলাকালীন কিছু কাজ থেকে বিরত থাকতে পারেন।

আরও পড়ুন: রাশি অনুযায়ী জাতক-জাতিকার প্রেমের স্বভাব কেমন হয়

এখন দেখে নেওয়া যাক গ্রহণ চলাকালীন কোন কাজগুলি ভুলেও করবেন না-

১। দেবতা বা দেবীর মূর্তিতে স্পর্শ করবেন না।

২। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করবেন না।

৩। গ্রহণ চলাকালিন রান্না করবেন না। তৈরি রান্নাও খাবেন না।

৪। গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না।

৫। গ্রহণের সময় চুল দাড়ি কাটবেন না।

৬। দাঁত পরিষ্কার বা চুল আচরাবেন না।

৭। মল মুত্র ত্যাগ করা থেকে দূরে থাকুন।

৮। খালি চোখে গ্রহণ দেখবেন না।

৯। গ্রহণের পূর্বে তৈরি খাবারে তুলসী পাতা দিয়ে রেখে দিন।

হিন্দু শাস্ত্র অনুসারে গর্ভবতীর বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। গ্রহণের সময় শিশুদের ক্ষেত্রেও একটি নেতিবাচক প্রভাব ফেলে।

সুতরাং গর্ভবতীদের এই কাজগুলি করা একেবারেই উচিত নয়-

১। গ্রহণের সময় ঘরের বাইরে যাবেন না।

২। ছুরি, কাঁচি বা ধারালো বস্তু দিয়ে কোনও কিছু কাটবেন না।

৩। সেলাই বা এম্ব্রয়ডারি জাতীয় কোনও কাজ একেবারেই করবেন না।

৪। ফল বা সবজি এই সময়ে না কাটাই ভাল।

৫। গ্রহণের সময় ঘুমবেন না।

৬। গ্রহণের সময় কোনও ধাতুর তৈরি গহনা (সোনা বা রূপা প্রভৃতি) পরবেন না।

৭। গর্ভবতীরা পবিত্র দূর্বা ঘাস নিয়ে পবিত্র ‘গোপাল মন্ত্র’ জপ করুন এই সময়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blood Moon Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE