Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মা লক্ষ্মীর কৃপা পেতে বাড়িতে অবশ্যই রাখুন এই জিনিসগুলি

আমরা সকলেই চাই আমাদের জীবনে যেন সুখ সমৃদ্ধিতে ভরে থাকে এবং সেই সুখ সমৃদ্ধি যেন হয় দীর্ঘস্থায়ী। সুখ ভোগ সকলের কপালে সমান থাকে না। কিন্তু যার জীবনে যেটুকু সুখ থাকে, তা যেন স্থায়ী হয় এই কামনাই সকলে করে থাকি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০০:০৫
Share: Save:

আমরা সকলেই চাই আমাদের জীবনে যেন সুখ সমৃদ্ধিতে ভরে থাকে এবং সেই সুখ সমৃদ্ধি যেন হয় দীর্ঘস্থায়ী। সুখ ভোগ সকলের কপালে সমান থাকে না। কিন্তু যার জীবনে যেটুকু সুখ থাকে, তা যেন স্থায়ী হয় এই কামনাই সকলে করে থাকি।

আর্থিক উন্নতি সব সময় একই ভাবে চলতে পারে না। আর্থিক উন্নতিতে ওঠানামা থাকবেই। যখনই আর্থিক স্থিতি ওঠানামা করে, তখনই আমরা ভাগ্যের বিপর্যয় বলি। কিন্তু যদি আমরা একটু ভাবনা চিন্তা করে কাজ করি, তা হলে এই ভাগ্যের বিপর্যয়ে পড়তে হয় না।

আমরা সকলেই জানি, আমাদের সংসারে যা কিছু আর্থিক দিক তা চলে মা লক্ষ্মীর কৃপায়। তবে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। তাকে নিজের ঘরে বেঁধে রাখতে হলে কিছু জিনিস রয়েছে যা বাড়িতে অবশ্যই রাখতে হবে। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন।

আরও পড়ুন: এই নামের পুরুষরা জীবনে খুবই লক্ষ্মীশ্রী বউ পেয়ে থাকে

দেখে নেওয়া যাক কোন জিনিসগুলি বাড়িতে রাখতে হবে—

নারকেল

ঠাকুরঘরে অবশ্যই একটি ছোট নারকেল রাখুন। যদি বাড়িতে একটি নারকেল রাখা হয়, তা হলে আপনার বাস্তুর জন্য তা অত্যন্ত শুভ। একটি নারকেল হলুদ ও সিঁদুর মাখিয়ে ঠাকুরঘরে রাখলে মা লক্ষ্মীর কৃপার সারা জীবনে ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকে।

পদ্মফুল

যদি সম্ভব হয়, তা হলে মা লক্ষ্মীর আসনে সর্বদা একটি পদ্মফুল রাখুন। প্রতি বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীকে একটি করে পদ্মফুল অর্পণ করুন, তাতেও হবে। এর ফলে বাড়িতে আর্থিক স্থিতি ও উন্নতি দুই-ই সমান ভাবে থাকবে।

কর্পুর

ঠাকুরঘর যেন কখনওই কর্পুর ছাড়া না হয়। বাড়িতে সব সময় কিছুটা কর্পুর রেখে দিলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে সর্বদা অধিষ্ঠান করেন। মানিব্যাগেও কিছুটা কর্পুর রাখলে খুব ভাল ফল পাওয়া যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Laxmi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE