Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শিবরাত্রির নির্ঘণ্ট ও সময়সূচি

দেখে নেওয়া যাক, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস পঞ্জিকা মতে শিব চতুর্দশী ব্রত পালনের সময়সূচি।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০০:০০
Share: Save:

ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়ে থাকে। রাত্রি জাগরণ করে, চার প্রহরে চার বার শিবপূজা করতে হয়। তার আগের দিন হবিষ্যান্ন করতে হয়। এই পূজায় গঙ্গামাটি, শুদ্ধমাটি, বিল্বপত্র, গঙ্গাজল, ফুল, দুগ্ধ, দধি, ঘৃত, মধু, কলা, ডাব, নারকেল ইত্যাদির প্রয়োজন হয়।

যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে।

এখন দেখে নেওয়া যাক, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস পঞ্জিকা মতে শিব চতুর্দশী ব্রত পালনের সময়সূচি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

দিন- ১৯ ফাল্গুন ১৪২৫, সোমবার (ইংরেজি ৪ মার্চ ২০১৯)

আরও পড়ুন: শিবরাত্রিতে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে কী অর্পণ করবেন এবং কী করবেন না

শ্রীশ্রীশিবরাত্রী ব্রত ও পূজা, নিশীথ রাত্রে শ্রীশ্রীশিবপূজা, শ্রীশ্রীতারকেশ্বর ধামে মহামেলা উপলক্ষ্যে পূজা ও উৎসব।

ত্রয়োদশী অপরাহ্ন ৪টে ২৯ মিনিট গতে শিবচতুর্দশী ব্রত।

নিশীথ রাত্রি (মধ্যরাত্রি ১১টা ২৪ মিনিট গতে রাত্রি ১২টা ১২ মিনিট মধ্যে) শ্রীশ্রীশিব পূজা। চতুর্দশী ২০ ফাল্গুন ১৪২৫, মঙ্গলবার (৫ মার্চ ২০১৯) রাত্রি ৭টা ৭ মিনিট পর্যন্ত।ড়

আরও পড়ুন: জ্যোতিষ মতে বহুমূত্র রোগ কখন হতে পারে

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

দিন- ১৯ ফাল্গুন ১৪২৫, সোমবার (ইংরেজি ৪ মার্চ ২০১৯)

শ্রীশ্রীশিবরাত্রী ব্রত ও পূজা।

চতুর্দশী অপরাহ্ন ৪টে ১৮ মিনিট গতে শিবচতুর্দশী ব্রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maha Shivratri Shivratri Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE