দেখতে দেখতে আবার একটা বছর এসে গেল আর একটি নতুন বছর ২০১৮ পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা।
পুরোনো বছরের সুখ-দুঃখের স্মৃতিকে পিছনে ফেলে নতুন বছরে কিছু পাওয়ার আশায় রয়েছি আমরা। কারণ সবার মধ্যে ভালো কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকেই। আসুন দেখে নেওয়া যাক নতুন বছরে আপনার প্রাপ্তিযোগ কেমন।ংখ
মেষ রাশির জাতক- জাতিকাদের সাংসারিক জীবনে উন্নতি নি্র্দেশ করে। বছরের শেষের দিকে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সঞ্চয় ভাল হবে। পৈতৃক সম্পত্তির মাধ্যমে অথবা অর্ধাঙ্গিনীর মাধ্যমে লাভ হবে। শুধুমাত্র এপ্রিল থেকে জুন মাস ও অক্টোবর মাসে একটু সাবধান।
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলঃ—
জাতক-জাতিকাদের ভাগ্যোন্নতি, আধ্যাত্মিকতার দিকে ঝোঁক, চাকরি ক্ষেত্রে উন্নতি, নাম যশ ও যানবাহনাদি লাভের সম্ভাবনা।
মে, জুন, জুলাই, আগস্টঃ-
জাতক-জাতিকার শরীর স্বাস্থ্যের দিকে নজর, কাঁচা পয়সা আমদানি, আর্থিক অবস্থার উন্নতি, সম্মান লাভ, গৃহাদির শুভারম্ভ।
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরঃ-
জাতক-জাতিকাদের নতুন কাজে সাফল্য, আর্থিক লাভ ও উন্নতি, শারীরিক কারণে ব্যয়, ব্যবসা সংক্রান্ত ভ্রমণে আর্থিক উন্নতি।