Advertisement
২০ এপ্রিল ২০২৪

আপনার স্বভাব বলে দিতে পারে আপনার কণ্ঠস্বর

আমরা মনের কথা সবসময় বাইরে প্রকাশ করতে পারি না। আজকের এই গতিময়তার যুগে মানুষের জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত, মিথ্যার মোড়কে সাজানো। তাই প্রতিটি মানুষের উচিত সে যেটা বলতে চাইছে সেটা যেন তার মনের গুঢ় কথা হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০৩:০০
Share: Save:

শব্দের মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। আর শব্দই হল পরম ব্রহ্ম। কিন্তু আমরা কখনও ভেবে দেখেছি কি আমরা মুখ দিয়ে যে শব্দ বের করি তার অন্তর্নিহিত অর্থ কী ? আমরা যেটা বলছি তা কি সত্যিই বলতে চেয়েছিলাম ?

আমরা মনের কথা সবসময় বাইরে প্রকাশ করতে পারি না। আজকের এই গতিময়তার যুগে মানুষের জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত, মিথ্যার মোড়কে সাজানো। তাই প্রতিটি মানুষের উচিত সে যেটা বলতে চাইছে সেটা যেন তার মনের গুঢ় কথা হয়। কারণ আমাদের অন্তর-মন ভগবানের মনের সঙ্গে যুক্ত থাকে। তাই কণ্ঠস্বরের মাধ্যমে আমরা যা ব্যক্ত করি তার মাধ্যমে আমাদের স্বভাব, প্রকৃতি ও চরিত্রের বিভিন্ন দিক প্রতিফলিত হয়। কণ্ঠস্বরের মাধ্যমে ব্যক্তিত্ব বিচার একটি আধ্যাত্মিক বিষয়। এই বিষয়টি সমুদ্রসম বিশাল। কারণ এটা এক ধরনের অনুভূতি যেটা ধ্যানক্রিয়া এবং বিভিন্ন ধরনের প্রাণক্রিয়ার মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে। তাই আমরা একটু চেষ্টা করলেই এই কাজটিতে সাফল্য লাভ করতে পারি। তবে এর জন্য প্রয়োজন নিজের মধ্যে সংযত ভাব।

কণ্ঠস্বর প্রতিটি মানুষের মনের গভীরতার দ্বারা পরিচালিত হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন কণ্ঠস্বর থাকে। আর এই কণ্ঠস্বর তার মনের ভাবনার দ্বারা পরিচালিত হয়। মানুষের কণ্ঠস্বর দ্বারা শুধু তার ব্যক্তিত্ব নয়, তার জীবনের সমস্ত ঘটনা অর্থাৎ তার সুখ, দুঃখ, শান্তি ও অশান্তি ইত্যাদি সব কিছু ব্যক্ত করা যায়। মানুষের কণ্ঠস্বর তার মনোময় কোষের সঙ্গে যুক্ত থাকে যেটাকে আমরা বলি অন্তর-মন। এই অন্তর-মন যুক্ত থাকে জ্ঞানময় শরীরের সঙ্গে, যেখানে মানুষের সঞ্চিত কর্ম বিদ্যমান রয়েছে। অর্থাৎ মানুষের মন যার দ্বারা পরিচালিত হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE