সারা ভারতে বিভিন্ন পঞ্জিকার প্রচলন আছে। বাংলাও এর ব্যতিক্রম নয়। বাংলার বিভিন্ন পঞ্জিকায় সময়ের সামান্য প্রভেদ হয়। তিথি পরিবর্তনের ক্ষেত্রে একটু বেশি সময়ের পার্থক্য থাকলেও শুভ সময়, যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগের ক্ষেত্রে সময়ের পার্থক্য কয়েক সেকেন্ড মাত্র। বিভিন্ন তিথির পুজো শুরু এবং সমাপনের উল্লিখিত সময়ের মধ্যে অঞ্জলি দেওয়া যেতে পারে। এ ছাড়া শুভ সময় মেনে অঞ্জলি দিলে বিশেষ ফলপ্রাপ্তি হয়। দুর্গাপুজোর অঞ্জলি ঘিরে প্রায় সকল বাঙালি হিন্দুর মনেই বিশেষ আগ্রহ থাকে। এই একটা দিন আমরা অঞ্জলি দেওয়ার মাধ্যমে মাকে নিজেদের মনের কথা জানাই। পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণে মনে এক বিশেষ শান্তির ঢেউ খেলে যায়। মনে হয় মা আমাদের কথা শুনবেন, দু’হাত ভরে আশীর্বাদ বর্ষাবেন। জেনে নিন এই বছর অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন।
আরও পড়ুন:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে—
অষ্টমী তিথি আরম্ভ—
২৯ সেপ্টেম্বর, ১২ আশ্বিন, সোমবার।
সময়: বিকেল ৪টে ৩৩ মিনিট।
অষ্টমী তিথি শেষ—
৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, মঙ্গলবার।
সময়: সন্ধ্যা ৬টা ৭ মিনিট।
অমৃতযোগ— ভোর ৬টা ১৮ মিনিটের মধ্যে। পুনরায়, ৭টা ৬ মিনিট গতে ১১টা ৪ মিনিটের মধ্যে।
সন্ধিপুজো—
সন্ধিপুজো আরম্ভ—
সময়: বিকেল ৫টা ৪৩ মিনিট গতে সন্ধিপুজো সমাপন সন্ধ্যা ৬টা ৩১ মিনিটের মধ্যে।
আরও পড়ুন:
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—
অষ্টমী তিথি আরম্ভ—
২৯ সেপ্টেম্বর, ১২ আশ্বিন, সোমবার।
সময়: দুপুর ১২টা ২৬ মিনিট ৩০ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ—
৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, মঙ্গলবার।
সময়: দুপুর ১টা ৪৪ মিনিট ১৫ সেকেন্ড।
অমৃতযোগ— ভোর ৬টা ১৭ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে। পুনরায় ৭টা ৫ মিনিট ৫ সেকেন্ড গতে ১১টা ২ মিনিট ৫৭ সেকেন্ডের মধ্যে।
সন্ধিপুজো—
সন্ধিপুজো আরম্ভ—
সময়: দুপুর ১টা ২০ মিনিট ১৫ সেকেন্ড গতে।
সন্ধিপুজো সমাপন—
সময়: দুপুর ২টো ৮ মিনিট ১৫ সেকেন্ড।