পর্যাপ্ত পরিশ্রম করেও অনেক ক্ষেত্রে আশানুরূপ ফল লাভ করা যায় না। এর নেপথ্যে গ্রহের অবস্থান, গোচরকালীন গ্রহের অবস্থান প্রভৃতি থাকতে পারে। সেগুলির কারণে আমরা কর্ম অনুযায়ী ফল পাই না। অনেক সময় আবার যতটা আশা করি, তার থেকেও বেশি ভাল ফল পাই। এগুলি সবই হয় গ্রহের জন্য। গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জুন মাসে কোন রাশি আয়ের ক্ষেত্রে শুভ, কোন রাশি অশুভ ফল পাবেন জেনে নিন।
আরও পড়ুন:
মেষ রাশি: জুন মাসে মেষ রাশির আয়ক্ষেত্রে অবস্থান রাহুর। মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্কের কারণে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। বুঝেশুনে খরচ করতে হবে, নয়তো মুশকিলে পড়তে পারেন।
বৃষ রাশি: আয়ক্ষেত্রে শনির অবস্থানের কারণে বৃষ রাশির ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মিথুন রাশি: মিথুন রাশির আয়ক্ষেত্রে অবস্থান শুক্রের। মাসের প্রথম সপ্তাহের পর আয়ক্ষেত্র অধিপতি মিত্রক্ষেত্রে গমন করবে। এর ফলে খুব ভাল ফল পেতে পারেন। নিশ্চিন্ত থাকুন।
আরও পড়ুন:
কর্কট রাশি: মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ আয়ের দিক দিয়ে তুলনামূলক বেশি শুভ। মাসের প্রথম দিকে একটু বুঝে খরচ করলে ভাল হয়।
সিংহ রাশি: আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানের কারণে সিংহ রাশির ব্যক্তিরা শুভ ফল লাভ করবেন।
কন্যা রাশি: মাসের প্রথম সপ্তাহে কন্যা রাশির আয়ক্ষেত্রে মঙ্গলের অবস্থানের ফলে ভাল ফল পাবেন না। পরে মঙ্গল রাশি পরিবর্তন করলে শুভ ফল পাবেন।
আরও পড়ুন:
তুলা রাশি: আয়ক্ষেত্রে কেতুর অবস্থানের কারণে তুলা রাশির ব্যক্তিদের আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম। মাসের প্রথম থেকেই বুঝে খরচা করুন।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক রয়েছে। মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ তুলনামূলক শুভ ফল পেলেও, পরবর্তী সময়ে কঠিন পরিশ্রম করতে হবে। তা হলে আয়ের ক্ষেত্রে সফলতা পেলেও পেতে পারেন।
ধনু রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি সম্পর্ক থাকার ফলে ধনু রাশির ব্যক্তিদের ভাগ্য খুলে যাবে। খুব ভাল ফল পাবেন।
আরও পড়ুন:
মকর রাশি: মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ মকর রাশির আয়ের দিক দিয়ে অধিক শুভ।
কুম্ভ রাশি: আয়ক্ষেত্র শুভ হলেও, মাসের প্রথম ভাগ তুলনামূলক ভাবে অধিক শুভ।
মীন রাশি: মীন রাশির আয়ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে সমস্যা থাকলেও, পরবর্তী সময় শুভ।