প্রায় সকল মানুষই কাছের মানুষদের সঙ্গে নিজের কিছু না কিছু জিনিস ভাগ করে থাকেন। বন্ধুদের মধ্যে এই সকল কাজ হামেশাই চলে। তবে শাস্ত্র জানাচ্ছে নিজের কয়েকটি জিনিস রয়েছে যা ভুলেও অপরকে দিতে নেই। এতে নিজেরই মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। জীবনে শুভ শক্তির পরিমাণ কমে গিয়ে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।
নিজের কোন জিনিসগুলি অপরের সঙ্গে ভাগ করতে নেই?
ঘড়ি: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অপরের ঘড়ি পরলে তাঁর সময় আমাদের কাছে চলে আসে। তেমনই আমাদের ঘড়িও যদি কেউ পরেন, তখন তাঁর সময় খারাপ গেলে পরবর্তী কালে আপনাকেও তার ভাগিদার হতে হবে। তাঁর খারাপ সময়টা আপনার কাছে ঘড়ির মাধ্যমে চলে আসবে। তাই অপরের ঘড়ি পরা এবং নিজের ঘড়ি অপরকে পরতে দেওয়া থেকে বিরত থাকতে হবে।
জামাকাপড়: অপরের জামাকাপড় পরা এবং অন্যকে নিজের জামাকাপড় পরতে দেওয়াও উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। বাস্তুমতে, জামাকাপড়ে আমাদের শক্তির অংশ থাকে। অপরকে সেটি পরতে দিলে আমাদের শক্তিতে নেগেটিভ প্রভাব পড়তে পারে। এর ফলে জীবন বিতৃষ্ণাময় হয়ে উঠতে পারে। তাই অপরকে যদি নিজের জামা দিতেও হয়, দেওয়ার আগে ও পরে নুনজলে সেটিকে ভাল করে ধুয়ে নিতে হবে।
গয়না: মেয়েরা অনেক সময়ই বন্ধুদের সঙ্গে গয়না অদলবদল করে পরেন। এই কাজটি করাও অত্যন্ত অশুভ বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। নিজের গয়না অন্যকে দিলে যেমন আপনার ক্ষতি হতে পারে, তেমনই অপরের গয়না নিয়ে পরলেও অশুভ প্রভাবের শিকার হওয়ার আশঙ্কা দেখা যায়।
জুতো: আমরা অনেকেই জানি যে জুতো বা চটির সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে। নিজের জুতোজোড়া অপরকে দিলে গ্রহরাজ রেগে যেতে পারেন। এর ফলে অর্থসঙ্কটের মুখে পড়বেন। কর্মক্ষেত্রেও নানা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।