Advertisement
E-Paper

রাশি অনুযায়ী আপনার প্রাপ্তিযোগ, বাধা ও তার প্রতিকার (দ্বিতীয় পর্ব)

এই রাশির জাতক-জাতিকাও ভাবপ্রবণ ও মেলামেশায় পটু, মধুর ব্যবহার করে থাকেন। চন্দ্র ও বৃহস্পতি শুভ হলে বিভিন্ন দিক থেকে আয় বা প্রাপ্তি যোগ হবে। অপ্রত্যাশিত কোনও শুভ সংবাদ বা যোগাযোগে অর্থাগমের সম্ভাবনা।

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ০০:০৫

সাধারণত দ্বিতীয় ভাব অর্থ-সম্পদের পরিমাণ নির্ণয় করে। একাদশ ভাব প্রাপ্তি বা লাভের পরিমাণ নির্ণয় করে। পঞ্চম ভাব নির্দেশ করে সঞ্চয় এবং উত্তর জন্মের গুণ ও স্থায়িত্ব। নবম ভাব থেকে ভাগ্যের অনুকূল বা প্রতিকূল অবস্থা জানা যায়। চতুর্থ ভাব হল গৃহসুখ স্থান এবং লগ্ন ও লগ্নপতি শুভ হলে সর্বপ্রকার সুখ-স্বাচ্ছন্দ্য লাভ করে।
এখন জেনে নেওয়া যাক প্রাপ্তিযোগে (রাশি অনুযায়ী) বাধা কাটাবেন কী ভাবে:
কর্কট:
সুখ-দুঃখ দুটোকেই সানন্দে গ্রহণ করতে পারেন। আবার উদারতা ও নির্দয়তা দুটো গুণই প্রকাশ পায়। রাশির ওপর কোনও পাপ গ্রহের প্রভাব থাকলে জাতক হিংসুটে হন। এই রাশির জাতক-জাতিকাও ভাবপ্রবণ ও মেলামেশায় পটু, মধুর ব্যবহার করে থাকেন। চন্দ্র ও বৃহস্পতি শুভ হলে বিভিন্ন দিক থেকে আয় বা প্রাপ্তি যোগ হবে। অপ্রত্যাশিত কোনও শুভ সংবাদ বা যোগাযোগে অর্থাগমের সম্ভাবনা। বিশ্বাস করে ধর্মের কাজে ব্রতী হলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
প্রাপ্তি যোগে বাধা কাটাবার জন্য, ইষ্টমন্ত্র জপে সুফল আসবে। এ ছাড়াও সূর্যস্তব, সূর্যপ্রণাম, শিব স্তব ও মহামৃত্যুঞ্জয় কবচ ধারণে অশুভ ফল নষ্ট হবে। কমলা মাতার পুজো ও মন্ত্র জপ করলে প্রাপ্তিযোগের বাধা কাটবে।

আরও পড়ুন:রাশি অনুযায়ী আপনার প্রাপ্তিযোগ, বাধা ও তার প্রতিকার (প্রথম পর্ব)

সিংহ:
এই রাশির জাতক-জাতিকা ব্যক্তিত্বসম্পন্ন, প্রভাবশালী হন। আত্মঅহঙ্কারি, গর্বিত, সহানুভুতিসম্পন্ন হন এঁরা। অভিমানী ও উচিত বক্তা, ন্যায্য অপ্রিয় ও রূঢ় কথার জন্য শত্রুও প্রচুর হয়। পাত্রপাত্রী নির্বাচনে ভুল হলে সারা জীবন দুঃখের মধ্যে দিয়ে চলতে হয়।
আয় হবে বেশি, ব্যয় হবে কম। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ থাকে। পরীক্ষায় সাফল্য প্রাপ্তি হবে। বিদেশ ভ্রমণের যোগ দেখা যায়। বন্ধুর দ্বারা উপকৃত হবেন এঁরা। ঈশ্বর সাধনার ব্রতী হলে উন্নতি সম্ভব।
প্রতিকার হিসাবে এই রাশির ইষ্টমন্ত্রে ভাল ফল। মাতঙ্গী কবচ, সূর্যপ্রণাম, বীজ মন্ত্র ও স্তব পাঠে বিশেষ উপকার হবে। শিবের যে কোনও স্তব পাঠ করলে ভাল। এগুলো কাজে লাগালে প্রাপ্তি যোগের বাধা কাটবে।
কন্যা:
আলাদা আকর্ষণীয় শক্তি রয়েছে। সহজ ও সরল, তবে স্মৃতিশক্তি প্রখর। উপস্থিত বুদ্ধিও থাকে যথেষ্ট। জীবনের প্রথমে সহজ সরল হলেও বয়ঃবৃদ্ধির সঙ্গে যুক্ত হয় স্বার্থপরতা, কূটবুদ্ধি। বিবাহিত জীবন ভাল হয় না।
কোনও সুখবরে আনন্দ লাভ, অপ্রত্যাশিত ভাবে কোনও দ্রব্য বা অর্থ প্রাপ্তি। কোনও গুণ বা কাজের জন্য প্রশংসা পান এঁরা। গুপ্ত শত্রু থাকে। চল্লিশ বছর পর কোনও প্রাপ্তি হয়। শিল্পী-সাহিত্য-ডাক্তারি পেশায় যুক্তদের অর্থাগম ভালই হবে। বন্ধু দ্বারা উপকৃত হবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। পরীক্ষার ফল আশানুরূপ হবে।
ইষ্টনাম জপ ও মা দুর্গার নাম জপে বহু বিপদ কেটে যাবে। আদ্যাস্তোত্রম ও ত্রিপুরাসুন্দরী কবচ ধারণ ও জপ করলে প্রাপ্তির বাধা কাটবে।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy