দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন নানা জিনিসেরই আমাদের চেনা-জানা গণ্ডির বাইরেও নানা গুণ রয়েছে। সেটির মধ্যে অন্যতম হল জ্যোতিষশাস্ত্রে এদের নানা ব্যবহার। শাস্ত্রে বিভিন্ন জিনিস নিয়ে নানা টোটকা পালনের কথা বলা রয়েছে। সেগুলি করলে আমাদের ভাগ্যের আঁধার কাটানো যায়। এরই মধ্যে উল্লেখযোগ্য হল হেঁশেলের নানা মশলার ব্যবহার। জ্যোতিষশাস্ত্রের পাতায় পাতায় আমাদের চেনা মশলার নানা অচেনা কারুকার্যের কথা বলা রয়েছে। সে সকল উপায় নিষ্ঠাভরে পালন করলে নানা দিক থেকে ভাল ফল পাওয়া যায়। নতুন বছরে বিশেষ কিছু মশলা দিয়ে নির্দিষ্ট কয়েকটি উপায় যদি মেনে চলতে পারেন তা হলে খুব ভাল ফল পাবেন। জেনে নিন সেগুলি কী।
আরও পড়ুন:
দারচিনি: শাস্ত্রমতে, দারচিনি শুভ শক্তি ও সফলতা আকৃষ্ট করতে সহায়ক। নিজের কাছে বা মানিব্যাগে এক টুকরো দারচিনি রেখে দিলে ভাগ্যের ভোল বদলে যেতে পারে। বিশেষ করে কোনও শুভ কাজে যাওয়ার আগে সঙ্গে করে একটা দারচিনি অবশ্যই নিয়ে যান। সফলতা প্রাপ্তিতে সুবিধা হবে। আর্থিক দিক থেকেও উন্নতি লাভ করতে পারবেন।
এলাচ: নতুন বছরে নতুন চাকরির খোঁজ করছেন? সেই শখ পূরণে সাহায্য করবে এলাচ। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বালিশের তলায় কয়েকটি এলাচ রেখে ঘুমোতে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই এলাচগুলি কাউকে দান করে দিন। পর পর ১৫ দিন এই উপায় পালন করলেই ফল বুঝতে পারবেন। এ ছাড়া কোনও দরকারি কাজে যাওয়ার সময় মুখে একটা এলাচ দিয়ে বেরোন। এর দ্বারাও ভাল ফল পাবেন।
আরও পড়ুন:
লবঙ্গ: শাস্ত্রে লবঙ্গেরও নানা গুণের কথা বলা রয়েছে। নজরদোষ থেকে মুক্তি দিতে সাহায্য করে লবঙ্গ। প্রতি দিন সন্ধ্যায় প্রদীপে লবঙ্গ দিয়ে জ্বালিয়ে সারা বাড়িতে দেখালে কুনজরের কবল থেকে মুক্তি মেলে। এ ছাড়া নিজের সঙ্গে কয়েকটি লবঙ্গ রাখলেও সফলতা প্রাপ্তিতে সুবিধা হয়।
তেজপাতা: আমাদের স্বপ্নপূরণে সাহায্য করতে পারে তেজপাতা। রঙিন কালির পেন দিয়ে তেজপাতার উপর মনের ইচ্ছা লিখে জ্বালিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই সেই ইচ্ছা কোনও প্রকার বাধা ছাড়াই পূরণ হয়ে যাচ্ছে। তবে এর জন্য নিজেকেও পরিশ্রম করতে হবে। কেবল ইচ্ছা লিখে, হাত গুটিয়ে বসে থাকলেই হবে না।
আরও পড়ুন:
হলুদ: শাস্ত্রমতে হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে। জীবনে সমৃদ্ধি আনতে ও কুনজর থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে হলুদ। যে কোনও শুভ কাজে বেরোনোর পূর্বে কপালে হলুদের টিকা দিয়ে বেরোলে খুব ভাল ফল পাওয়া যায়। এ ছাড়া প্রতি দিনের স্নানের জলে এক চিমটে হলুদ মেশালেও উপকৃত হবেন।