Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Chhat Puja

Chhath puja 2021: মনের সব বাসনা পূর্ণ হবে ছট পুজোর দিন এই কাজগুলি করলে

১০ নভেম্বর বুধবার ছট পুজো। ছট পুজো বস্তুত সূর্যদেবের পুজো। এই দিন সূর্যদেবের কৃপায় মনের যে কোনও বাসনা পূরণ হতে পারে। এই দিন কিছু উপচারের মাধ্যমে আমরা পেতে পারি সুখ-শান্তি।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ০৮:৪৭
Share: Save:

১০ নভেম্বর বুধবার ছট পুজো। ছট পুজো বস্তুত সূর্যদেবের পুজো। এই দিন সূর্যদেবের কৃপায় মনের যে কোনও বাসনা পূরণ হতে পারে। এই দিন কিছু উপচারের মাধ্যমে আমরা পেতে পারি সুখ-শান্তি। ছট অত্যন্ত কঠিন একটি ব্রত। তবে এই উপচারগুলি করার জন্য যে এই ব্রত পালন করতে হবে বা উপবাসে থাকতে হবে, তা নয়। শুধুমাত্র এই দিনে সঠিক নিয়ম অনুসারে এই উপচারগুলি পালন করলেই ফল পাওয়া যাবে সুনিশ্চিত ভাবে।

দেখে নেওয়া যাক, উপচারগুলি কী কী

১) যাঁদের জন্মছকে সূর্যদেবের স্থান অর্থাৎ রবি গ্রহের স্থান দুর্বল, তাঁরা অবশ্যই ছট পুজোর দিন বাড়িতে সূর্যযন্ত্রম স্থাপন করুন এবং বিধি অনুসারে তাঁর পুজো করুন। তবে এই যন্ত্রমটি পুরোহিত দ্বারা স্থাপন করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এই যন্ত্রমটি কাঁচা দুধ দিয়ে প্রথমে শোধন করে নিতে হবে।

২) এই দিন গঙ্গাজলে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশে তামার ঘটিতে জল অর্পণ করুন।

৩) এই দিন সূর্যদেবের মন্ত্র পাঠ করুন। মন্ত্র— ওঁ আদিত্যায় নমঃ।

৪) এই দিন সূর্যদেবকে গুড়ের ভোগ দিন, কারণ গুড় সূর্যদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস।

৫) যে কোনও প্রবাহিত জলে গুড় এবং আতপ চাল অর্পণ করুন। তবে অবশ্যই মনে রাখতে হবে, এই কাজটি যে কোনও প্রবাহিত জলেই করতে হবে, পুকুরে অর্থাৎ স্থির জলে নয়।

৬) যাঁরা ছট পুজোর ব্রত উপবাস পালন করেন, তাঁদের কাছে গোটা ফল দিয়ে পুজো দিন।

৭) এই দিন ভাত খাওয়ার সময় ভাতে গুড় এবং দুধ মিশিয়ে খান।

৮) ছট পুজোর দিন গরিব-দুঃখীকে কিছু দান করুণ বা সাধ্য মতো কিছু খাওয়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chhat Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE