Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Birth Chart

১২টি রাশির মানুষের মধ্যেই কিছু না কিছু দোষ থাকে, আপনি কোন রাশির মধ্যে পড়েন

দোষ ত্রুটি ছাড়া মানুষ হয় নেই বললেই চলে। জীবনে কোনও না কোনও দোষ আমরা করেই থাকি, তা ছোট হোক বা বড়। জ্যোতিষীমতে রাশি অনুযায়ী ১২টি রাশির মানুষের মধ্যে কে কোন দোষে দোষী হয় দেখে নিন।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ০৮:৪১
Share: Save:

দোষ ত্রুটি ছাড়া মানুষ হয় নেই বললেই চলে। জীবনে কোনও না কোনও দোষ আমরা করেই থাকি, তা ছোট হোক বা বড়। জ্যোতিষীমতে রাশি অনুযায়ী ১২টি রাশির মানুষের মধ্যে কে কোন দোষে দোষী হয় দেখে নিন।

মেষ

এই রাশির মানুষদের কণ্ঠস্বর খুব তীব্র হয়। অর্থাৎ এঁরা সব সময় খুব উঁচু গলায় চেঁচিয়ে কথা বলেন।

বৃষ

এঁদের মধ্যে গোঁড়ামি খুব বেশি থাকে। নিজে যেটা বলেন বা করেন সেটাই ঠিক বলে ভাবেন।

মিথুন

এঁরা অন্যের থেকে নিজেকে বেশি প্রাধান্য দেন। অন্যের কোনও কথা শোনার প্রয়োজন বোধ করেন না।

কর্কট

এই রাশির মানুষ নিজের কাজ যে কোনও মতে করিয়ে তবেই ছাড়েন। অন্যদের ওপর নিজের মতামত চাপিয়ে দিতে পারলেই এঁরা খুশি হন।

সিংহ

যে কোনও পরিস্থিতিতে এঁদের জিততেই হবে। কোনও মতেই এঁরা নিজের হার স্বীকার করতে পারেন না।

কন্যা

কারও স্বভাব হোক বা যে কোনও বিষয় নিয়ে অতি সুক্ষ বিচার করা এঁদের স্বভাব। হালকা ভাবে কিছু ভাবতে পারেন না।

তুলা

কোনও পরিস্থিতিতেই এঁরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। যে কোনও সিদ্ধান্তে পৌঁছতে খুব সময় লাগে।

বৃশ্চিক

অপরের প্রতি এঁরা পুরোপুরি বিশ্বাস করতে পারেন না। এঁরা সবাকেই কম বিশ্বাস করেন।

ধনু

এঁদের যে কোনও বিষয় বুঝতে খুব দেরি হয়। চট করে বুঝে নেওয়ার ক্ষমতা এঁদের মধ্যে থাকে না।

মকর

এঁদের কথা মাঝে মাঝে মানুষের মনে তীব্র দাগ কেটে যায় বা দুঃখ সৃষ্টি করে।

কুম্ভ

এঁরা সব বিষয়েই অমনোযোগী প্রকৃতির হন।

মীন

এঁরা অতিরিক্ত ঘুমোতে পছন্দ করেন। ঘুমোতে পারলেই খুশি এঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE