Advertisement
০৭ অক্টোবর ২০২৪
Solar Eclipse

২৫ তারিখ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশে কখন দেখা যাবে?

ভারত ছাড়া ইউরোপ, মিডল ইস্ট, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে গ্রহণ দেখা যাবে।

গ্রহণকালে মেষ রাশিতে অবস্থান করবে রাহু।

গ্রহণকালে মেষ রাশিতে অবস্থান করবে রাহু। ছবি: সংগৃহীত

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১১:০৮
Share: Save:

আগামী ২৫ অক্টোবর মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ।

গ্রহণ আন্দামান নিকোবার এবং উত্তরপূর্ব ভারতের কিছু অংশ (আইজল, ডিব্রুগর, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিবসাগার, শিলচর) ছাড়া সারা ভারতে দৃশ্য। গ্রহণ মোক্ষ (সমাপ্তি) ভারতীয় সময় অনুযায়ী সূর্য অস্তের পরে হওয়ার কারণে ভারতবর্ষে অদৃশ্য।

ভারতবর্ষ ছাড়া ইউরোপ, মিডল ইস্ট, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, অতলান্তিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে গ্রহণ দেখা যাবে।

ভারতীয় সময় অনুযায়ী

গ্রহণ স্পর্শ (আরম্ভ)– দুপুর ২টো ২৯ মিনিট।

গ্রহণ মধ্য– বিকেল ৪টে ৩০ মিনিট।

গ্রহণ মোক্ষ (সমাপ্ত)– সন্ধ্যা ৬টা ৩২ মিনিট।

গ্রহণকাল– ৪ ঘণ্টা ৩ মিনিট।

গ্রহণকালে মেষ রাশিতে অবস্থান করবে রাহু। মিথুন রাশিতে মঙ্গল। সিংহ রাশিতে বুধ। তুলা রাশিতে সূর্য, চন্দ্র, শুক্র এবং কেতু একত্রে অবস্থান করবে। মকর রাশিতে শনি এবং মীন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। তুলা রাশিতে (স্বাতী নক্ষত্রে) গ্রহণ সংগঠিত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Solar Eclipse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE