Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Durga Puja 2023

দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকে? নবমীতে মেনে চলুন কয়েকটা টোটকা

আমরা বাঙালিরা অতি শ্রদ্ধা ভক্তি সহকারে মায়ের আরাধনা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। মা আসছেন আমাদের সকল দুঃখ কষ্টের অবসান ঘটাতে এবং মায়ের কৃপা সারা বছর পেতে হলে করুন নবমীর দিন এই কাজ।

—প্রতীকী ছবি।

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৪:৪০
Share: Save:

২৩ অক্টোবর ২০২৩ সোমবার মহানবমী। আমরা বাঙালিরা অতি শ্রদ্ধা ভক্তি সহকারে মায়ের আরাধনা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। মা আসছেন আমাদের সকল দুঃখ কষ্টের অবসান ঘটাতে এবং মায়ের কৃপা সারা বছর পেতে হলে করুন নবমীর দিন এই কাজ। সহজ কিছু উপায় যা করলে দেবী দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন। মনে করা হয় দেবীপক্ষ চলাকালীন যে কোনও উপাচার করলেই তা খুবই ফলপ্রসূ হয়।

দেখে নেওয়া যাক কাজগুলি কী কী

১) নবমীর দিন সন্ধ্যাবেলা অবশ্যই মায়ের আরতি করুন।

২) এই দিন কালো রঙের জামা কাপড় পরতে নেই, এই দিন বেগুনি রঙের জামা পরে মাকে পুজো দিন।

৩) নবমীর দিন কোনও মতেই লাউ খাবেন না।

৪) নবমীর দিন কিনে আনুন ন’মুখী রুদ্রাক্ষ এবং সেটি মায়ের চরণ স্পর্শ করিয়ে নিজের শরীরে ধারণ করুন।

৫) নবমীর পুজোর সময় যে হোম করা হয় সেই হোমের ছাই বাড়িতে এনে একটি ছোট মাটির ঘটে বাড়ির যেকোনো পবিত্র স্থানে রেখে দিন।

৬) নবমীর দিন অঞ্জলি দেওয়ার সময় অপরাজিতা এবং পদ্ম ফুল অর্পণ করুন।

৭) নবমীর দিন গৃহে কিনে আনুন শঙ্খ। নবমী বা দেবীপক্ষ চলাকালীন বাড়িতে শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ বলে মানা হয়।

৮) নবমীর দিন পাঁচটি গোলাপের পাপড়ির দু-পাশে মধু মাখিয়ে দুর্গা দেবীর যে কোনও প্যান্ডেলে বা দুর্গা দেবীর সামনে গিয়ে রেখে আসুন, অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে।

৯) দেবীপক্ষ চলাকালীন কালো কাপড়ে মুড়ে কিছুটা ফিটকিরি বিছানার নিচে রেখে দিন। এবং বাড়ির যে কোনও জায়গায় কাচের পাত্রে কিছুটা ফিটকিরি রেখে দিন।

১০) নবমীর দিন হলুদ রঙের সুতো মায়ের চরণে ছুঁইয়ে ন’পাকে বেঁধে হাতে পড়ুন।

১১) নবমীর দিন মায়ের কাছে ন’রকম ফুল, ফল ও মিষ্টি অর্পণ করুন।

১২) নবমীর দিন মায়ের কাছে ১০৮টি বেলপাতা অর্পণ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Tips Durga Puja 2023 Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE