Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সমস্যা সমাধানে মীন রাশির জাতক এই কাজ করুন

সমস্যা সমাধানে মীন রাশির জাতকরা এই উপায় করে যথেষ্ট লাভবান হতে পারেন। এই উপায় করার জন্য প্রথমেই প্রয়োজন হবে একটি হলুদ রঙের রুমালের আকারের কাপড়, ৩১টি গোটা হলুদ, পাঁচটি ফুলসুদ্ধ লবঙ্গ,অল্প মেটে সিঁদুর ও ঘি এবং কিছুটা কর্পূর। যে কোনও মঙ্গলবার এই উপায় শুরু করতে হবে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০০:০০
Share: Save:

সমস্যা সমাধানে মীন রাশির জাতকরা এই উপায় করে যথেষ্ট লাভবান হতে পারেন। এই উপায় করার জন্য প্রথমেই প্রয়োজন হবে একটি হলুদ রঙের রুমালের আকারের কাপড়, ৩১টি গোটা হলুদ, পাঁচটি ফুলসুদ্ধ লবঙ্গ,অল্প মেটে সিঁদুর ও ঘি এবং কিছুটা কর্পূর। যে কোনও মঙ্গলবার এই উপায় শুরু করতে হবে।

যে কোনও মঙ্গলবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে নিজেকে এবং সামগ্রীগুলোকে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। এ বার একটি ছোট বাটির মধ্যে অল্প মেটে সিঁদুর, ঘি ও কর্পূর মিশিয়ে মিশ্রণ বানিয়ে ৩১টি গোটা হলুদের ওপর ভাল করে মাখিয়ে নিন। এ বার হলুদগুলো নিয়ে হলুদ কাপড়ের মধ্যে রাখুন এবং এর ওপরে পাঁচটি লবঙ্গ দিয়ে দিন। এগুলি রাখা হলে কাপড়টিকে নিয়ে একটি পুঁটুলি তৈরি করুন এবং সেটি ঠাকুরের আসনে রেখে ধূপ ও দীপ জ্বালান এবং নিজের মনস্কামনা জানান। মহিলারা ঋতুস্রাবের দিনগুলিতে এই কাজ করবেন না। সব মিলিয়ে শুরুর দিন থেকে ২৮ দিন করতে হবে। ২৯ দিনের মাথায় কাপড়ের বাঁধা পুঁটুলিটি ঠাকুরের আসন থেকে তুলে নিয়ে মনস্কামনা জানিয়ে পুকুরে বা নদীতে বিসর্জন দিন।

প্রয়োজন পড়লে এই উপায় তিন মাস, ছয় মাস বা এক বছর পরে ফের করতে পারেন।

আরও পড়ুন: আপনার কুম্ভ রাশি হলে, সমস্যা সমাধানে এই উপায়টি করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pisces Rashi Problem
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE