প্রতীকী চিত্র।
গ্রহের রাশি পরিবর্তন প্রাকৃতিক ঘটনা। প্রকৃতির নিয়মে পৃথিবীর স্বাপেক্ষে গ্রহরা নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। গ্রহের রাশি পরিবর্তন প্রাকৃতিক ঘটনা হলেও জ্যোতিষ শাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তন এবং গ্রহের অবস্থানের উপর বিভিন্ন হিসাব বা ফলাদেশ করা হয়। অর্থাৎ গ্রহরা রাশি পরিবর্তন করে বিভিন্ন রাশিতে অবস্থান করে শুভ বা অশুভ বিভিন্ন রকম ফল দান করে।
দ্রুতগামী গ্রহের চেয়ে ধীর গ্রহের ফলদান ক্ষমতা বেশি কারণ ধীর গ্রহ এক রাশিতে বেশি সময় অবস্থান করে। বৃহস্পতি ধীর গ্রহ। সেই কারণে বৃহস্পতির ফলদানের ক্ষমতা বেশি। বৃহস্পতি রাশিতে এক বছর অবস্থান করে।
আগামী ১৩ এপ্রিল ভারতীয় সময় বেলা ৩টে ৫০ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে থেকে নিজ ক্ষেত্র মীন রাশিতে গমন করে আগামী এক বছর ৯ দিন অর্থাৎ আগামী ২২ এপ্রিল ২০২৩ পর্যন্ত নিজক্ষেত্র মীন রাশিতে অবস্থান করবে। এই এক বছর ৯ দিনের মধ্যে ২৯ জুলাই ২০২২ থেকে ২৩ নভেম্বর ২০২২ পর্যন্ত সময়কাল বক্র গতিতে অবস্থান করবে।
বৃহস্পতির রাশি পরিবর্তনে প্রত্যেক রাশির ক্ষেত্রে প্রভাব পড়লেও বিশেষ ভাবে প্রভাবিত হবে যাঁদের বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। প্রভাব শুভ বা অশুভ তা রাশি, লগ্ন, জন্মকালীন গ্রহের অবস্থানের উপর নির্ভরশীল।
বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি বা অশুভত্ব হ্রাসের উদ্দেশ্যে কি প্রতিকার করা যেতে পারে।
বৃহস্পতির রাশি পরিবর্তনের দিন (সম্ভব হলে সময় কালে) ধর্মীয় স্থানে দেবদেবীর পূজা দিন। বৃহস্পতির উদ্দেশে দান, ব্রাহ্মণ ভোজন, সাত্ত্বিক ব্রাহ্মণকে স্বর্ণ বা বৃহস্পতির দ্রব্য, হলুদ মিষ্টান্ন দান, হলুদ বস্ত্র দান ইত্যাদি।
গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুকে দান বা গুরুসেবা বিশেষ শুভ ফল দান করবে। হলুদ বস্ত্র ব্যবহার শুভ। স্নানের পর কপালে চন্দন মিশ্রিত হলুদ টিকা বা টিপ বৃহস্পতির প্রতিকার হিসাবে শুভ ফল দান করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy