Advertisement
২০ এপ্রিল ২০২৪
Ornaments

জ্যোতিষমতে সোনার গয়না ব্যবহারের বিশেষ কিছু নিয়ম মেনে চললে মিটবে বিবিধ সমস্যা

সোনা ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা বিরল। তবে পছন্দের ক্ষেত্রে খানিক তারতম্য দেখা যায়। কেউ পছন্দ করে্ন ভারী সোনার গহনা আবার কারওর পছন্দ হালকা। গহনা পছন্দ করার সময় জ্যোতিষ মতে কিছু নিয়ম মেনে চললে বিভিন্ন প্রকার সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ০৮:২৩
Share: Save:

সোনা ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা বিরল। তবে পছন্দের ক্ষেত্রে খানিক তারতম্য দেখা যায়। কেউ পছন্দ করে্ন ভারী সোনার গহনা আবার কারওর পছন্দ হালকা। গহনা পছন্দ করার সময় জ্যোতিষ মতে কিছু নিয়ম মেনে চললে বিভিন্ন প্রকার সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

কী সেই সব নিয়ম?

• সোনাকে বৃহস্পতির কারক ধাতু বলে মনে করা হয়। সোনা হাতে পরলে তৃতীয় স্থানে বৃহস্পতি সক্রিয় ভুমিকা পালন করে। বালা হোক বা আংটি, একই রকম ফল দান করে।

• অন্য কোনও ধাতুর সঙ্গে সোনা পরলে বৃহস্পতির প্রভাব বিনষ্ট হয়।

• বিশেষ প্রয়োজন ছাড়া বাঁ হাতে সোনা পরতে নেই। এতে নানা প্রকার সমস্যা দেখা দিতে পারে।

• কোমরে সোনা পরা উচিত নয়, এর ফলে দেহের পাচনতন্ত্রের ক্ষতি হয়।

• পায়ে কখনও সোনা ধারণ করতে নেই, এর ফলে বৃহস্পতি গ্রহের ভাল ফল পাওয়া যায় না। এ ছাড়া সোনা পায়ে ধারণ করলে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

• শনি গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও ব্যবসা করলে সোনা ধারণ করা উচিত নয়।

• মেষ, কর্কট, সিংহ এবং ধনু রাশির জাতকদের ক্ষেত্রে সোনার গহনা ভাল ফল দেয়।

• বৃষ, মিথুন, কন্যা এবং কুম্ভ রাশির জাতকদের জন্য সোনা শুভ বলে মানা হয় না।

• বৃশ্চিক ও মীন রাশি্র জাতকদের জন্য সোনা মাঝারি ফল প্রদান করে।

• তুলা এবং মকর রাশির ক্ষেত্রে সোনা যত কম ব্যবহার করা যায়, ততই মঙ্গল।

• যে জাতকের জন্মছকে বৃহস্পতির স্থান দুর্বল, তাঁদের সোনা ধারণ করা উচিত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ornaments
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE