Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ganesh chaturthi

Ganesh Chaturthi: আগামী ৩১ অগস্ট, ১৪ ভাদ্র, বুধবার শ্রীশ্রীগণেশ চতুর্থী

বিশ্বাস এবং ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মেলে। আগামী ৩১ অগাস্ট, ১৪ ভাদ্র, বুধবার শ্রীশ্রীগণেশ চতুর্থী।

বিশ্বাস এবং ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মেলে।

বিশ্বাস এবং ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মেলে। ছবি- সংগৃহীত

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১১:২১
Share: Save:

চতুর্থী তিথির অধিষ্ঠাতা দেবতা বা অধিদেবতা গৌরীপুত্র সিদ্ধিদাতা গণেশ। শ্রীশ্রীগণেশ সিদ্ধিদাতা। সব কর্মের সিদ্ধিদাতা অর্থাৎ, সাফল্য প্রদানকারী দেবতা। হিন্দু শাস্ত্রমতে সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধিদাতা। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি (স্কন্দপুরাণ মতে)। এই দিনে শ্রীশ্রীগজানন আশীর্বাদ দানের উদ্দেশে মর্তে আগমন করেন। বিশ্বাস এবং ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মেলে। আগামী ৩১ অগাস্ট, ১৪ ভাদ্র, বুধবার শ্রীশ্রীগণেশ চতুর্থী।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

চতুর্থী তিথি আরাম্ভ

বাংলা– ১৩ ভাদ্র, মঙ্গলবার।

ইংরেজি– ৩০ অগাস্ট, মঙ্গলবার।

সময়– দিবা ৩টে ৩৫ মিনিট।

চতুর্থী তিথি শেষ

বাংলা– ১৪ ভাদ্র, বুধবার।

ইংরেজি– ৩১ অগাস্ট, বুধবার।

সময়– দিবা ৩টে ২৩ মিনিট।

বিনায়ক চতুর্থী ব্রত, শ্রীশ্রীগণেশ চতুর্থী, শ্রীশ্রীগণেশ পূজা।

গুপ্ত প্রেস পঞ্জিকা মতে

চতুর্থী তিথি আরাম্ভ

বাংলা– ১৩ ভাদ্র, মঙ্গলবার।

ইংরেজি– ৩০ অগাস্ট, মঙ্গলবার।

সময়– দিবা ২টো ৪১ মিনিট ৪৭ সেকেন্ড।

চতুর্থী তিথি শেষ

বাংলা– ১৪ ভাদ্র, বুধবার।

ইংরেজি– ৩১ অগাস্ট, বুধবার।

সময়– দিবা ২টো ৬ মিনিট ৫৩ সেকেন্ড।

বরদাচতুর্থী ও সিদ্ধিবিনায়ক ব্রতম, শ্রীশ্রীগণেশ পূজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ganesh chaturthi Ganesh Puja Fortune
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE