Advertisement
০৫ মে ২০২৪
Birth Chart

মার্চে কোন রাশির কেমন আয় হবে জেনে নিন

বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্র থেকে দ্বাদশে দগ্ধ অবস্থান। আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনির।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ০৮:২০
Share: Save:

মেষ রাশির আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান। সহাবস্থান রবির। রবির খুব কাছাকাছি অবস্থান করার কারণে বৃহস্পতির পূর্ণ সুফল দানের ক্ষমতা না থাকলেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয় অর্ধে শুভত্ব বৃদ্ধি পাবে।

বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্র থেকে দ্বাদশে দগ্ধ অবস্থান। আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনির। খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি মাসের দ্বিতীয় অর্ধে।

মিথুন রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে দৃষ্টি সম্পর্ক। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশির আয়ের ক্ষেত্রে।

কর্কট রাশির আয়ক্ষেত্রে রাহুর অবস্থান। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আয়ক্ষেত্রে। হঠাৎ অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশির আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা সিংহ রাশির আয়ের ক্ষেত্রে।

কন্যা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি, মঙ্গল, শুক্রের। আয়ের ক্ষেত্রে তাই খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

আরও পড়ুন:

তুলা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক বৃহস্পতি এবং ক্ষেত্র অধিপতির। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আয়ের ক্ষেত্রে। বিশেষ শুভ সরকারি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত আয়ের ক্ষেত্রে।

বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক রাহুর। মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা আয়ের ক্ষেত্রে। আয় সংক্রান্ত বিষয়ে হতাশজনক পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রবল।

ধনু রাশির আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক শনি এবং বৃহস্পতির। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা ধনু রাশির আয়ের ক্ষেত্রে।

মকর রাশির আয়ের ক্ষেত্রে কেতুর অবস্থানের ফলে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা আয়ের ক্ষেত্রে।

কুম্ভ রাশির আয়ক্ষেত্র অধিপতির দগ্ধ অবস্থানে আয়ক্ষেত্রে অশুভ পাপ কার্তারি যোগে অবস্থান আয়ের ক্ষেত্রে শুভ বলা যায় না।

মীন রাশির আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE