দৈনন্দিন জীবনে আমরা নিজেদের অজান্তেই এমন নানা কাজ করে থাকি যাতে আমাদেরই ক্ষতি হয়। একই সঙ্গে বাস্তুরও অমঙ্গল হয়। আমাদের রোজকার কিছু খারাপ অভ্যাসই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।
এরই মধ্যে একটি হল দরজার পিছনে হুকে জামাকাপড় ঝুলিয়ে রাখা। বহু মানুষই দিনশেষে বাড়ি ফিরে পরনে থাকা পোশাক খুলে দরজার পিছনে ঝুলিয়ে দেন। অনেকে আবার ভিজে জামাকাপড়ও দরজার পিছনে ঝুলিয়ে রাখেন। এই কাজটি করা মোটেও উচিত নয়। এর ফলে আমাদের নানা দিক থেকে ক্ষতি হয়।
আরও পড়ুন:
দরজার পিছনে জামাকাপড় ঝোলানো অশুভ কেন?
হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয়, দরজার উপরে মা লক্ষ্মীর বাস থাকে। সেই কারণে যে কোনও মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা অনেকেই দরজার উপর আমপল্লবের মালা বা ফুলের মালা ঝোলাই। সেই স্থানে কখনও আমাদের ব্যবহৃত জিনিস রাখা উচিত নয়। সেই কারণে জ্যোতিষীরা দরজার পিছনে জামাকাপড় ঝোলাতে বারণ করছেন। এতে বাস্তুর অকল্যাণ হয় বলে মনে করা হয়। কেবল জামাকাপড়ই নয়, ব্যাগ, বেল্ট প্রভৃতি জিনিসও দরজার পিছনে ঝোলানো যাবে না। বদলে কোনও গৃহসজ্জার জিনিস ঝোলানো যেতে পারে। এতে লক্ষ্মীদেবী খুশি হন।
আরও পড়ুন:
দরজার পিছনে জামাকাপড় ঝোলানোর ফলে কী হয়?
- এই কাজ করার ফলে লক্ষ্মীদেবী রুষ্ট হন। এর প্রভাবে অর্থের কষ্ট দেখা দেয়। প্রচুর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত অর্থপ্রাপ্তি হয় না। টাকা হাতে থাকতে চায় না। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পায়।
- দরজার পিছনে জামা ঝোলানোর ফলে বাড়ির পরিবেশও নষ্ট হয়। পজ়িটিভ শক্তির পরিমাণ কমে গিয়ে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। বাড়ির লোকজনের মধ্যে মতবিরোধ লেগেই থাকে। পরিবারের শান্তি বিনষ্ট হয়।
আরও পড়ুন:
- ব্যবসা ও চাকরির স্থানে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। জীবনে অগ্রগতি হয় না। সাফল্যের পথে বাধা আসে।
- বাড়ির সদস্যদের শরীরের উপরও এর কুপ্রভাব পড়তে দেখা যায়। ঘন ঘন শারীরিক অসুস্থতায় ভুগতে হতে পারে।