Advertisement
১০ মে ২০২৪

রাশি অনুযায়ী কতটা ঘুম এবং কেমন পরিবেশ আপনার প্রিয়, জেনে নিন

ঘুম মানুষের সারাদিনের কাজের মধ্যে বিশ্রাম নেওয়ার একটি সাধারণ প্রক্রিয়া। রাশি অনুযায়ী এক এক জন এক এক রকম ভাবে ঘুমোতে পছন্দ করে। সকলের ঘুমের প্রক্রিয়া একই রকম হয় না। রাশি অনুযায়ী দেখে নেওয়া যাক কার কেমন ঘুমের অভ্যাস।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ০০:০৫
Share: Save:

ঘুম মানুষের সারাদিনের কাজের মধ্যে বিশ্রাম নেওয়ার একটি সাধারণ প্রক্রিয়া। রাশি অনুযায়ী এক এক জন এক এক রকম ভাবে ঘুমোতে পছন্দ করে। সকলের ঘুমের প্রক্রিয়া একই রকম হয় না। রাশি অনুযায়ী দেখে নেওয়া যাক কার কেমন ঘুমের অভ্যাস।

মেষ: মেষ রাশির মানুষের কাছে কাজ আগে। তাই এঁরা ঘুমিয়ে সময় নষ্ট করা পছন্দ করেন না।

বৃষ: এই রাশির মানুষ ঘুমিয়ে সময় কাটাতে খুব আনন্দ পান। তাই সুযোগ পেলেই ঘুমোন।

মিথুন: এই রাশি মানুষকে যাবতীয় সমস্যা নিয়েই ঘুমোতে যেতে হয়। তাই বেশির ভাগ সময় এঁদের ভাল করে ঘুম হয় না।

কর্কট: এই রাশির মানুষ ঘুমোলে খুব ঘুমোন, না হলে একেবারেই ঘুমোন না।

আরও পড়ুন: স্ত্রী কি কথায় কথায় খুব রাগ করেন? জেনে নিন কী করবেন

সিংহ: এই রাশির মানুষ অনেক ক্ষণ ধরে ঘুমোতে পারেন এবং রাত জাগা একেবারেই অপছন্দের।

কন্যা: এই রাশির মানুষ যে কোনও পরিস্থিতিতেই নিজের ঘুম পূর্ণ করে নেন। ঘুমের সঙ্গে কোনও আপস করেন না।

তুলা: এই রাশির ক্ষেত্রে কখনও যদি ঘুম কম হয়, তা হলে পরের দিন বেশি ঘুমিয়ে তা পূরণ করে নেয়। সব কাজেই সমতা রাখার ক্ষমতা এই রাশির খুব বেশি।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির মানুষের চরিত্র খুব রহস্যময়। এঁরা কখন ঘুমোন আর কখন জেগে থাকেন, বোঝা খুব মুশকিল। রাত জাগতে বেশি পছন্দ করেন এঁরা।

ধনু: ধনু রাশির মানুষ যখন খুব বেশি ক্লান্ত হয়ে পড়েন তখনই ঘুমোতে পছন্দ করেন। তা না হলে ঘুরে বেড়াতে বেশি ভালবাসেন।

মকর: এই রাশির মানুষ খুব শৌখিন। বিশেষ আরামদায়ক বিছানা ছাড়া এঁদের ঘুম আসে না।

কুম্ভ: কুম্ভ রাশির ক্ষেত্রে নিয়ম হল রাতে ঘুমোতে যাওয়া আর সকালে ওঠা। এ ছাড়া, সম্ভব হলে দুপুরে ঘুম এঁদের চাই-ই।

মীন: সব রাশির মধ্যে, মীন রাশির মানুষ ঘুমোতে বেশি পছন্দ করেন। সব কিছুর থেকে ঘুম এঁদের বেশি প্রিয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sleep Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE