Advertisement
E-Paper

তাসের মাধ্যমে আপনার ভাগ্য জানুন (দ্বিতীয় পর্ব)

সাহেব বা কিং- বিভিন্ন পরিস্থিতিতে মাথা ঠান্ডা এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান ও পড়াশোনা থাকবে।

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০০:২৭

হরতন বা হার্টস—

২নং- সৌভাগ্য সন্নিকটে।

৩নং- আপনি ধূর্ত ও কুটিল।

৪নং- বিয়ের আগেই বিয়ের স্বাদ আস্বাদন।

৫নং- মনের পরিবর্তন হবে। খুব দৃঢ় ভাবে মনকে তৈরি করতে হবে।

৬নং- জীবনে বিভিন্ন বিপদের সম্ভাবনা, শরীর ভাল যাবে না।

৭নং- কাজকর্মে মনের একাগ্রতা বৃদ্ধি পাবে, আত্মনির্ভরশীলতা বাড়বে।

৮নং- বাস্তবে নিজের চিন্তাধারার প্রয়োগে বাধা, বিলাস ব্যসনে দিন কাটবে।

৯নং- অতি মাত্রায় বাস্তববাদী বলে প্রতি পদক্ষেপে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে।

১০নং- সমাজের অসৎ লোকেদের থেকে সাবধান থাকতে হবে। জীবনে সাফল্য আসবেই।

গোলাম- একজন বন্ধু এবং আপনার অনুরাগী পাবেন। ছেলেবেলার সঙ্গীদের সঙ্গে যোগাযোগ বাড়বে।

বিবি বা ক্যুইন- বিলাস ব্যসনে জীবন কাটবে। পুরুষ অথবা নারীসঙ্গ লাভ অথচ দাম্পত্যে বিশ্বাস থাকবে।

সাহেব বা কিং- বিভিন্ন পরিস্থিতিতে মাথা ঠান্ডা এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান ও পড়াশোনা থাকবে। সবার কাছে সম্মানিত হবেন। কিন্তু আইন নিয়ে কাউকে আগে থেকে উপদেশ দিতে যাবেন না। অযথা কোনও তর্কে যাবেন না।

টেক্কা- নিজের সমস্যা নিজেকেই মেটাতে হবে। গৃহ পরিবর্তন অবশ্যাম্ভাবী। সাংসারিক সুখ থাকবে। সবার কাছে সাহায্য পাবেন। গৃহে অতিথির আগমন হবে।

Cards Rashi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy