বাড়িতে পজ়িটিভ শক্তি সঞ্চারের জন্য আমরা নানা প্রকার জিনিস রেখে থাকি। লাফিং বুদ্ধ থেকে কূর্ম, নানা জিনিসই রাখার চল রয়েছে। তবে অনেকেই জানেন না যে এই দৌড়ে যোগ দিয়েছে হাতিও। হিন্দু ধর্ম মতে, হাতির সঙ্গে যে গণেশের সম্পর্ক রয়েছে তা প্রায় আমরা সকলেই জানি। বাস্তুশাস্ত্র জানাচ্ছে, বাড়িতে রুপোর তৈরি হাতি রাখা অত্যন্ত শুভ। এতে ভাগ্যের অমানিশা কেটে যায়। আরও নানা দিক থেকে সুফল লাভ করা যায়। সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হল।
বাড়ির কোথার রুপোর তৈরি হাতি রাখবেন?
বাড়িতে ঢোকার মুখে, অর্থাৎ সদর দরজার কাছে রুপোর তৈরি হাতি রাখা যেতে পারে। না হলে বাড়ির উত্তর দিকেও রাখা যেতে পারে। এ ছাড়া বসার ঘর বা ঠাকুরের স্থানও রুপোর তৈরি হাতি রাখার জন্য উপযুক্ত।
বাড়িতে রুপোর তৈরি হাতি রাখার উপকারিতা কী?
১. অর্থভাগ্য উন্নত করে: শাস্ত্রমতে, রুপো একটি অত্যন্ত শুভ ধাতু। এটি আমাদের ভাগ্যের অমানিশা কাটিয়ে, সেটিকে উন্নত করতে সাহায্য করে। বাড়িতে যদি রুপোর তৈরি একটি হাতির মূর্তি রাখা যায়, তা হলে অর্থভাগ্যের উন্নতি হয়। বিশেষ করে বাড়ির উত্তর দিকে রুপোর তৈরি হাতি রাখলে খুব ভাল ফল পাওয়া যায়।
২. পারিবারিক বন্ধন দৃঢ় করে: পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাতেও সাহায্য করে রুপোর হাতি। সাংসারিক বিবাদ থেকে মুক্তি দেয় এই শুভ জিনিস। সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একে অপরের প্রতি বিশ্বাসও বজায় থাকে।
আরও পড়ুন:
৩. নেগেটিভ শক্তি কমায়: বাড়িকে নেগেটিভ শক্তির হাত থেকেও রক্ষা করে এই জিনিস। বদলে পজ়িটিভ শক্তির পরিমাণ বাড়ায়। সেই কারণে বাড়ির পরিবেশ সর্বদা হাসিখুশি থাকে। ঝগড়া-অশান্তি কম হয়।
৪. সফলতা পেতে সাহায্য করে: রুপোর তৈরি হাতি বাড়িতে রাখলে বাড়ির সদস্যদের বোধগম্যতার ক্ষমতা বৃদ্ধি পায় বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে জ্ঞানও বৃদ্ধি পায়। যে কোনও কাজে সফলতা পাওয়া সহজ হয়। রুপোর হাতির গুণে জীবনে যে কোনও ক্ষেত্রে উন্নতি লাভ করা যায়।
৫. মন শান্ত করে: বহু মানুষই জানেন যে রুপোর সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে। এর ফলে এই ধাতু আমাদের মন শান্ত করে। বাড়িতে রুপোর হাতি রাখলে মন শান্ত থাকে। একাগ্রতা বৃদ্ধি পায়। এর ফলে আমরা যে কোনও কাজে মন দিতে পারি।