ফেব্রুয়ারি মাসে কোন রাশি কর্মক্ষেত্রে কেমন ফল পাবেন সেটি জানার আগে রাশি অনুযায়ী গ্রহের অবস্থান জেনে নেওয়া আবশ্যক। বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। মিথুন রাশিতে অবস্থান করবে মঙ্গল। কন্যা রাশিতে অবস্থান করবে কেতু। মকর রাশিতে অবস্থান করবে বুধ এবং রবি। বুধ ১১ ফেব্রুয়ারি এবং রবি ১২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গমন করবে। কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি এবং চন্দ্র। মীন রাশিতে একত্রে অবস্থান করবে রাহু এবং শুক্র।
মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান হলেও, কর্মক্ষেত্রে রবির অবস্থানের কারণে মাসের প্রথম ভাগে আশানুরূপ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র অধিপতি অবস্থান করবে। মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্ত হবে, দ্বিতীয় ভাগে আশানুরূপ ফল পাবেন না।
রাহু এবং শুক্র মিথুন রাশির কর্মক্ষেত্রে অবস্থান করবে। সারা মাস জুড়ে কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন।
কর্কট রাশির কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি-সম্পর্ক থাকলেও, বৃহস্পতির বক্র গতির কারণে বিপদের আশঙ্কা থেকে রক্ষা পাবেন। কর্মক্ষেত্রে সুফল এবং সফলতা প্রাপ্তি হবে।
ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির কর্মক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে। কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্ত হবে।
কন্যা রাশির কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
ফেব্রুয়ারি মাসে তুলা রাশির কর্মক্ষেত্রের সঙ্গে রাহুর দৃষ্টি-সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে পরিবর্তনশীল ফল প্রাপ্ত হবে। হঠকারিতা বর্জন প্রয়োজন, অন্যথায় সমস্যা সৃষ্টি হবে।
বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক রয়েছে। মাসের প্রথম ভাগের তুলনায় পরবর্তী ভাগ বেশি ভাল যাবে, শুভ ফল প্রাপ্ত হবে।
কেতু ধনু রাশির কর্মক্ষেত্রে অবস্থান করছে এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি-সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে।
মকর রাশির কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে।
বৃহস্পতি কুম্ভ রাশির কর্মক্ষেত্রের সঙ্গে দৃষ্টি-সম্পর্কে রয়েছে। কর্মক্ষেত্রে সুফল এবং সফলতা দান করবে।
মীন রাশির কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।