১৮ অক্টোবর ২০২৫, রবিবার ধনতেরস। ধনতেরস ধনসম্পদের উৎসব। এই দিন মন দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে ধনসম্পদের পরিমাণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। ধনতেরসের দিন তাই সোনা, রুপো প্রভৃতি ধাতু কেনার চল রয়েছে। যদিও সকলের পক্ষে ধাতু কেনা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে অন্যান্য নানা জিনিস, যেমন ঝাঁটাও কিনে থাকেন অনেকে। তবে কিছু জিনিস রয়েছে যা এই ধনতেরসের দিন কিনতে নেই। এতে ভাগ্যের উন্নতির বদলে অবনতি হয়। জেনে নিন সেগুলি কী কী।
আরও পড়ুন:
ধনতেরসের দিন কী কী কিনবেন না?
ধারালো বস্তু: ধনতেরসের দিন কোনও ধারালো জিনিস কেনা উচিত নয়। এই দিন যা-ই কিনুন না কেন, সেটির কানা যেন ধারালো না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এ ছাড়া ছুরি, কাঁচি জাতীয় বস্তুও এই দিন কেনা যাবে না।
কালো বস্তু: কালো রঙের কোনও বস্তু এই দিন বাড়িতে আনা যাবে না। ধনতেরস একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিন কালো রঙের কোনও জিনিস কেনা বা কালো রঙের কোনও জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কালো রঙের পোশাক পরাও উচিত হবে না।
প্লাস্টিকের তৈরি জিনিস: ধনতেরসের দিন বাড়িতে কোনও প্লাস্টিকের তৈরি জিনিস আনা যাবে না। এতে বাস্তুর অকল্যাণ হবে।
আরও পড়ুন:
লোহার পাত্র: ধাতু হলেও ধনতেরসের দিন লোহা কেনা অশুভ বলে করছে শাস্ত্র। লোহার কোনও পাত্র কেনার একান্তই ইচ্ছা থাকলে তার আগে বা পরে কেনা যেতে পারে। তবে ধনতেরসের দিন লোহার তৈরি পাত্র না কেনাই ভাল হবে।
বাসন: ধনতেরসের দিন বাড়িতে কোনও খালি পাত্র নিয়ে আসতে নেই। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। বাস্তুর উপর কুপ্রভাব পড়ে। পাত্র যদি আনারও হয়, সেটির মধ্যে কোনও জিনিস ভরে আনতে হবে এবং আনার পর তাতে কিছু না কিছু রেখে দিতে হবে। এই দিন ঘরে খালি পাত্র ঢোকানো যাবে না।
তেল: ধনতেরসের দিন তেল কেনাও অশুভ বলে জানাচ্ছে শাস্ত্র। তবে বাড়িতে তেলের পাত্র ফাঁকাও রাখা যাবে না। ধনতেরসের আগেই তেল কিনে রাখতে হবে।
আরও পড়ুন:
কাচ: এই দিন কাচ বা কাচের তৈরি কোনও জিনিসও কেনা উচিত হবে না। কাচের সঙ্গে রাহু সম্পর্কিত বলে মনে করা হয়। তাই এই পবিত্র দিনে কাচের তৈরি জিনিস কেনা যাবে না।
জুতো: ধনতেরসের দিন জুতো কেনা শুভ নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। জীবন অশান্তিতে ভরে ওঠার আশঙ্কা বৃদ্ধি পায়।