Advertisement
১৭ মে ২০২৪

মঙ্গল গ্রহের জাতক-জাতিকা কেমন হবে

মঙ্গল লগ্নস্থানে থাকলে জাতক কুব্জদেহ বিশিষ্ট হতে পারে। অর্থ থাকবে। লোকমুখে নিন্দা বা কুৎসা রটবে। মঙ্গল লগ্নে থাকলে জাতক কৃষ্ণবর্ণ, খল, পাপী, অসুখী হবে। ছেঁড়া কাপড় জামা পড়তে একটু বেশি পছন্দ করবে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০০:০১
Share: Save:

মঙ্গল লগ্নস্থানে থাকলে জাতক কুব্জদেহ বিশিষ্ট হতে পারে। অর্থ থাকবে। লোকমুখে নিন্দা বা কুৎসা রটবে। মঙ্গল লগ্নে থাকলে জাতক কৃষ্ণবর্ণ, খল, পাপী, অসুখী হবে। ছেঁড়া কাপড় জামা পড়তে একটু বেশি পছন্দ করবে।

মঙ্গল ধনস্থানে থাকলে জাতক কৃষিজীবী, ব্যবসায়ী, বক্তা ও প্রবাসী হবে। বিপরীত হলে জাতকের সহ্যশক্তি খুব বেশি হবে। লোভী ও অল্প সুখে খুশি থাকবে।

মঙ্গল তৃতীয়স্থানে থাকলে সহোদরের বিনাশ হয়। মঙ্গল তুঙ্গে অবস্থান করলে জাতক দীর্ঘ আয়ুযুক্ত হয়। সুখী ও বিলাসী হয়। বিপরীত হলে গরিব হবে, সুখ থকবে না। বন্ধুস্থানে মঙ্গল থাকলে জাতক বন্ধুহীন হয়।

মঙ্গল সাধারণত পুত্রস্থানে থাকলে পুত্রহীন, সুখহীন ও অর্থহীন হয়। মঙ্গল যদি নিচস্থ হয় তাহলে প্রচুর শত্রু বৃদ্ধি হয়ে থাকে। কুহকী পুত্র ভাল করবে। আবার কোনও কোনও ক্ষেত্রে প্রাণহানির সম্ভবনা থাকে।

মঙ্গল রিপুস্থানে থাকলে জাতক রাজসন্মান পায়। দেখতে একটু কুৎসিত হয় এবং এসব জাতকের অনেক পুত্র থাকবে।

মঙ্গল সপ্তমে অবস্থান করলে যদি নিচস্থ হয় তাহলে জাতকের স্ত্রী বিনাশ হতে পারে। এবং স্ত্রী দেখতে একটু খারাপ হয়। মঙ্গল তুঙ্গে থাকলে জাতক সুন্দরী হয়।

মঙ্গল নিধনস্থানে থাকলে জাতক কুষ্ঠ, ব্রন, অর্শ রোগে ভুগবে। মঙ্গল দুর্বল হলে জাতকের দুর্ঘটনা যোগ বেশি থাকবে।

মঙ্গল ধর্মস্থানে থাকলে জাতক সৌভাগ্যহীন হয়, শিল্পজীবী হয় এবং শরীরে কোনও রোগ থাকে না।

মঙ্গল কর্মস্থানে থাকলে জাতক সাহসী ও স্ত্রী অনুরাগী হবে। প্রচণ্ড রাগী ও ধার্মিক হয়,

মঙ্গল আয়স্থানে থাকলে জাতক পণ্ডিত, পরোপকারী ও সহনশীল হয়। এবং একটু লোভী প্রকৃতির হয়ে থাকে।

মঙ্গল দ্বাদশে অবস্থান করলে জাতক পরের অর্থে দৃষ্টি দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mars ruling planet Influences of Mars Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE