Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ব্যক্তিত্ব ও মনের উপর রঙের প্রভাব

মানুষের স্বাস্থ্য ও মনের উপর রঙের প্রভাব যথেষ্ট। ধর্মীয় কার্যেও বহুবিধ রঙের প্রভাব রয়েছে। এগুলি সবই কল্যাণের জন্য। সূর্যের রশ্মির সাতটি সংমিশ্রণ। যেমন আমরা রামধনু দেখি। এই রশ্মিগুলি আমাদের শরীর ও মনকে প্রভাবিত করে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০০:০১
Share: Save:

মানুষের স্বাস্থ্য ও মনের উপর রঙের প্রভাব যথেষ্ট। ধর্মীয় কার্যেও বহুবিধ রঙের প্রভাব রয়েছে। এগুলি সবই কল্যাণের জন্য। সূর্যের রশ্মির সাতটি সংমিশ্রণ। যেমন আমরা রামধনু দেখি। এই রশ্মিগুলি আমাদের শরীর ও মনকে প্রভাবিত করে। তেমনই বিভিন্ন রঙ বিভিন্ন অবস্থার প্রতীক। লাল রঙ সৌভাগ্য ও মাঙ্গলিক কাজের প্রতীক। লাল রঙ তেজস্বীতা, শৌর্য বীর্য ও বলবক্তাকে ব্যক্ত করে। তাই লাল রঙ সমৃদ্ধির প্রকাশ। গেরুয়া রঙ আধ্যাত্মিক ভাবের প্রকাশ। সবুজ রঙ মনকে শান্তি প্রদান করে ও জীবনকে সমৃদ্ধ করে। হলুদ রঙ জ্ঞান, বিদ্যা ও বিবেকের প্রতীক। নীল রঙ শক্তি, পৌরুষ বীরত্বের প্রতীক। নীল রঙ মনের বিশালতা ও ক্ষমতাশীলতার পরিচয় বহন করে। সাদা রঙ শুদ্ধতা পবিত্রতা, বিদ্যা ও শান্তির প্রতীক। এই রঙের দ্বারা মানসিক, বৌদ্ধিক ও নৈতিক স্বচ্ছতা প্রকাশ পায়। উল্লেখিত রঙের বর্ণনা গৃহের ওই সকল রঙের প্রয়োগে গৃহের উন্নতি ঘটতে পারে। তাই গৃহকর্তার প্রকৃতি ও শুভাশুভ(রাশিচক্রে) বিচারে গৃহে রঙের ব্যবহার হলে সুফল পাবেন।

রঙ অনুযায়ী ব্যক্তিত্বের প্রকাশ

বেগুনিঃ সর্বদা হাসিখুসি ও সামাজিক হওয়ার প্রবণতা।

নীলঃ কঠোর পরিশ্রমী ও উদ্যোগী হওয়ার প্রকাশ হালকা নীল। গাঢ় নীল অপরের চোখে স্বার্থপর স্বভাবের হলেও নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন।

আকাশীঃ আগাসী ব্যক্তিত্ব।

সবুজঃ প্রভাব বিস্তারকারী ও অন্যদর কাছে ইচ্ছা পোষণকারী।

হলুদঃ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রবণতা।

কমলাঃ ত্যাগী, জ্ঞানপিপাসু ও গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব।

লালঃ সাহসী, তপভোগী, অনুভূতিপ্রবণ, স্পষ্টভাষী।

কালোঃ অপরিণামদর্শী ও আইনি কাজকর্ম থেকে বিরত থাকার চেষ্টা।

বাদামীঃ বিপরীত রঙের প্রতি শ্রদ্ধাপূর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Color effects Personality Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE