২০২৬ সূর্যের বছর। তাই এই বছর জুড়ে সূর্যের উপাসনা করলে বিশেষ ভাবে উপকৃত হওয়া সম্ভব। সেই কারণে এই বছর নিয়মিত সূর্যপ্রণাম করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। যদিও ব্যস্ত জীবনে প্রতি দিন সম্ভব না হলেও, রবিবার করে অবশ্যই সূর্যপ্রণাম করুন। সূর্যপ্রণামের ক্ষেত্রে আমরা সূর্যের উদ্দেশে জল নিবেদন করে থাকি। অনেকেই সেই জলে ফুল দেন, অনেকে আবার শুধু জলই সূর্যদেবের উদ্দেশে অর্পণ করেন। তবে শাস্ত্র জানাচ্ছে, সেই জলে বিশেষ কিছু জিনিস মিশিয়ে নিবেদন করতে পারলে খুব ভাল ফল পাওয়া যাবে। সেই জিনিসগুলি কী কী জেনে নিন।
আরও পড়ুন:
সূর্যের অর্ঘ্যে কী কী মেশাবেন?
পেশাজীবনে সফলতা: শাস্ত্রমতে ২০২৬ হতে চলেছে স্বপ্নপূরণের বছর। সাহায্য করবেন সূর্যদেব। মনের মতো চাকরি পেতে, পদোন্নতির উদ্দেশ্যে এবং কর্মক্ষেত্রে সফলতা লাভ করার জন্য সূর্যের অর্ঘ্যে স্বল্প পরিমাণ চিনি মেশাতে পারেন। এক ঘটি জলে অল্প চিনি ফেলে সেই জল সূর্যের উদ্দেশে নিবেদন করুন। বেশ কিছু দিন এই উপায় পালন করলে নিজেই উন্নতির আঁচ পাবেন।
বিবাহযোগ: বহু দিন প্রেম করার পরও অনেক সময় নানা কারণে বিয়েতে বিলম্ব হয়। বিয়ের পথে একের পর এক বাধা আসতেই থাকে। অনেকে আবার বহু খোঁজার পরও মনের মতো মানুষ পান না যাঁর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করা যায় কিংবা সেটি পেলেও নানা কারণে বিয়ে পিছোতে থাকে। সেই বাধা কাটাতেও সাহায্য করবেন সূর্যদেব। সূর্যের অর্ঘ্যে কয়েকটি চাল যোগ করে নিবেদন করুন। দেখবেন বিয়ের পথে আসা সমস্ত বাধা কেটে যাবে।
আরও পড়ুন:
সুখ-সমৃদ্ধি: জীবন কখনও একই ছন্দে চলে না। জীবনে চলার পথে ছন্দপতন ঘটা অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু একের পর এক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হলে ক্লান্ত হয়ে ওঠা স্বাভাবিক ব্যাপার। বিষাদময় সময় কাটিয়ে সুখের দিন আনতেও সাহায্য করেন সূর্যদেব। জীবনে সুখ-সমৃদ্ধি আনতে প্রতি দিন সকালে এক ঘটি জলে এক চিমটে হলুদ মিশিয়ে সূর্যকে অর্পণ করুন। পর পর কিছু দিন, সম্ভব না হলে পর পর কয়েকটি রবিবার এই কাজ করলেই পরিবর্তন বুঝতে পারবেন।