জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ বিষয় হল সংখ্যাতত্ত্ব। যদিও এটি জ্যোতিষশাস্ত্র তুলনায় অনেকটাই সহজ। জ্যোতিষ সংক্রান্ত কোনও গণনা যে কারও পক্ষে করা সম্ভব নয়, সেই বিষয়ে বিস্তর জ্ঞান থাকলেই জ্যোতিষের বিচার করা যায়। তবে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে এ রূপ কোনও ব্যাপার নেই। জন্মসংখ্যা বিচার করলেই সেই ব্যাপারে নানা জিনিস জেনে নেওয়া সম্ভব। এক জন মানুষের জন্মসংখ্যার ভিত্তিতেও তাঁর সম্বন্ধে নানা তথ্য বলে দেওয়া সম্ভব।
উদ্বেগ, দুশ্চিন্তা প্রভৃতি নানা নেগেটিভ অনুভূতি আমাদের মনে জন্ম নেয় কোনও না কোনও ভয় থেকে। বাস্তবে কোনও ব্যক্তি যতই ডাকাবুকো হোক না কেন, ভিতর ভিতর সকলের মনেই একটা ভয় কাজ করে। সংখ্যাতত্ত্ব বলছে, কোনও মানুষের ভীতির কারণও লুকিয়ে রয়েছে তাঁর জন্মতারিখে। আপনি কোন বছরের, কোন মাসের, কোন তারিখে জন্মেছেন সেটির বিচার করে আপনার মনের গহীনে লুকিয়ে থাকা ভয়ের কারণ সম্বন্ধে হদিস দেওয়া সম্ভব। জেনে নিন সেটি কী।
আরও পড়ুন:
১: এই জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মনে ব্যর্থ হওয়ার ভয় চরম আকারে থাকে। এঁরা ছোট থেকেই লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেন। তাই লক্ষ্যচ্যুত হওয়ার ভয়ও এঁদের মনের উপর জাঁকিয়ে বসে। পাছে যদি অন্যেরা এঁদের ছাপিয়ে চলে যায়, শেষে গিয়ে যদি সফল না হন এ সকল নানা চিন্তা এঁদের মাথা গ্রাস করে।
২: যে সকল ব্যক্তিদের জন্মসংখ্যা ২, তাঁরা আবেগতাড়িত হন। ভালবাসার মানুষকে হারানোর ভয় এঁদের তাড়া করে বেড়ায়। ভালবেসে যদি ঠকতে হয়, সেই চিন্তাই এঁদের মনে কাজ করে সর্ব ক্ষণ।
৩: ৩ জন্মসংখ্যার ব্যক্তিরা যে কোনও ঘটনার কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন। এঁরা চান সকলের নজর তাঁদের উপরই থাকুক। তাই সর্বদা সব কিছুতে শ্রেষ্ঠ হতে চান। কিন্তু তাঁরা যদি শ্রেষ্ঠ হতে না পারেন, সেই চিন্তাতেই এঁদের রাতের ঘুম উড়ে যায়।
আরও পড়ুন:
৪: ক্ষমতা ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অন্যতম প্রিয় জিনিস। ক্ষমতায় থাকতে পারলে এঁদের আর কিছুই লাগে না। সেই ক্ষমতা হারানোর ভয়ই এঁদের গ্রাস করে নেয়।
৫: এই জন্মসংখ্যার ব্যক্তিরা বিচারের সম্মুখীন হতে ভয় পান। সেই কারণে এঁরা অপরের কাছে নিজের মনের কথা খুলে বলতে পারেন না। লোকে কী বলবে তা নিয়ে এঁরা প্রায়শই উদ্বেগে ভোগেন। কারও সঙ্গে খুলে কথা বলতে কুণ্ঠাবোধ করেন।
৬: ভালবাসা এই জন্মসংখ্যার মানুষদের কাছে শ্রেষ্ঠ জিনিস। ভালবাসার মানুষের জন্য এঁরা যা কিছু করতে পারেন। আশা রাখেন যে সঙ্গীও সেটাই করবেন। সম্পর্কে বিবাদ এঁদের পছন্দ নয়। তবে সঙ্গী যদি এঁদের কোনও কাজে ক্ষুণ্ণ হন, তাঁর সঙ্গে যদি অশান্তি হয়, সেই সংক্রান্ত চিন্তা এঁদের মাথায় ঘুরে বেড়ায়।
আরও পড়ুন:
৭: ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা প্রতারিত হতে ভয় পান। এঁরা তাই কাউকে বিশ্বাস করে উঠতে পারেন না। পরিবারের সদস্য হোক বা কাছের বন্ধু, কারও প্রতি এঁদের বিশ্বাস থাকে না।
৮: কাছের মানুষকে আশাহত করার ভয় ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের তাড়া করে বেড়ায়। এঁরা পরিবার, বন্ধুবান্ধব ও মনের মানুষকে খুশি করার জন্য যা কিছু করতে পারেন। কিন্তু তাঁরা যদি এঁদের কাজে সন্তুষ্ট না হন সেই ভাবনা থেকে এঁরা নিস্তার পান না। সেই নিয়ে উদ্বেগেও ভোগেন।
৯: সিদ্ধান্ত নিয়ে ভয় পান ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। তাই যে কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে এঁরা সকলের কাছে পরামর্শ চান। কোনও সিদ্ধান্ত এঁরা নিজে নিতে পছন্দ করেন না।