বুধ বুদ্ধিমত্তা ও জ্ঞানের গ্রহ। যে জাতকের কোষ্ঠীতে বুধ শক্তিশালী হয়, তাঁর জীবনে উন্নতি কেউ আটকাতে পারে না। তবে বুধ দুর্বল থাকলে চাকরিজীবনে প্রচুর সমস্যা দেখা দেয়। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেও মনের মতো মুনাফা লাভ করা যায় না। ডিসেম্বরে জ্ঞানের গ্রহ বুধ চার বার নিজের স্থান পরিবর্তন করবে। এর ফলে সকল রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা দেবে। তবে বুধের গতিপথ পরিবর্তনে তিন রাশির জীবনে সুপরিবর্তন পরিলক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। জেনে নিন তালিকায় কোন তিনটি রাশি রয়েছে।
আরও পড়ুন:
ডিসেম্বরে বুধের স্থান পরিবর্তন:
৬ ডিসেম্বর, ২০২৫: বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।
১০ ডিসেম্বর, ২০২৫: বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে।
২০ ডিসেম্বর, ২০২৫: বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে।
২৯ ডিসেম্বর, ২০২৫: বুধ ধনু রাশিতে প্রবেশ করবে।
আরও পড়ুন:
ফলাফল:
সিংহ: ডিসেম্বর মাসটি সিংহ রাশির ব্যক্তিদের খুব ভাল কাটবে। বুধের স্থান পরিবর্তনের ফলে সিংহের জাতক-জাতিকাদের বুদ্ধি ও কাজ করার দক্ষতা বৃদ্ধি পাবে। কাজে একাগ্রতা বাড়বে। এর ফলে কর্মক্ষেত্রে সকলে আপনার গুণগান গাইবেন। মন চাইলে এই সময় বিনিয়োগ করে দেখতে পারেন। অল্প সময়েই ভাল লাভ করার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে জটিলতা কেটে যাবে।
আরও পড়ুন:
তুলা: তুলার জাতক-জাতিকাদের জীবনে বুধের গতিপথ পরিবর্তন সুসময় নিয়ে আসবে। কর্মজীবনে উন্নতি আসবে। পরিশ্রমের যোগ্য মূল্য পাবেন। ব্যবসার ক্ষেত্রেও দারুণ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যক্তিগত জীবনও ছন্দে ফিরবে। বছরের শেষটা তুলার জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে।
আরও পড়ুন:
মকর: শনির রাশি মকরের ভাগ্যেও বুধের গতি পরিবর্তন আশীর্বাদ রূপে নেমে আসতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে। এই সময় নতুন কাজের সুযোগও পেতে পারেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা আপনাকে কাজের জায়গায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুপ্ত কোনও বাসনা পূরণ হতে পারে। আর্থিক ক্ষেত্রেও সচ্ছলতা আসতে পারে বলে মনে করা হচ্ছে।