একটা বয়সের পর থেকে বহু মানুষই কর্মজীবন নিয়ে চিন্তায় ভোগেন। কঠোর পরিশ্রম করেও মনের মতো একটা চাকরি পান না। চাকরি পেলেও পদোন্নতি হয় না। এতে মনমেজাজ খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কাজের জায়গায় উন্নতি করার বহু চেষ্টা করেও অনেক সময় কোনও লাভ হয় না। উল্টে অতিরিক্ত চাপ নিয়ে নেওয়ার ফলে তার প্রভাব শরীরের উপর পড়তে দেখা যায়। মানসিক অবসাদ গ্রাস করে, শারীরিক দিক থেকেও নানা প্রকার সমস্যার শিকার হতে হয়।
আরও পড়ুন:
তবে মনের মতো চাকরি না পাওয়ার নেপথ্যেও থাকতে পারে কোষ্ঠীর দোষ। কোষ্ঠীর কোনও ঘরে কোনও খারাপ গ্রহের অবস্থান বা সেটির প্রভাব থাকলে চেষ্টা করেও ভাল চাকরি পাওয়া যায় না। বিশেষ করে, জন্মছকে সূর্য যদি দুর্বল থাকে তা হলে কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সূর্যের স্থান উন্নত করতে পারলে কর্মক্ষেত্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সে ক্ষেত্রে শাস্ত্রে কিছু উপায় পালনের কথা বলা হয়। সামনেই আসছে বৃশ্চিক সংক্রান্তি। এই দিনটি সূর্যকে আরাধনা করার জন্য শ্রেষ্ঠ। বিশেষ কিছু উপায় যদি পালন করা যায়, তা হলে সূর্যের অবস্থান উন্নত করা সম্ভব।
আরও পড়ুন:
কবে বৃশ্চিক সংক্রান্তি?
১৬ নভেম্বর ২০২৫, রবিবার দিনটি বৃশ্চিক সংক্রান্তি হিসাবে পালন করা হবে।
উপায়:
- এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে সূর্য নমস্কার করুন। সূর্যদেবের উদ্দেশে ফুল অর্পণ করুন। সূর্যদেবকে জল অর্পণ করার সময় সূর্যমন্ত্র জপ করুন।
- তার পর একটি তামার পাত্র জলপূর্ণ করে সূর্যের আলো পড়ছে এমন জায়গায় রেখে দিন। সেই জলে সিঁদুর, চাল ও ফুল যোগ করুন।
আরও পড়ুন:
- আত্মবিশ্বাস, খ্যাতি ও সাফল্য অর্জনের জন্য একমনে সূর্যের কাছে প্রার্থনা করুন। সূর্যের আলোর তলায় বসে একনিষ্ঠ ভাবে ধ্যান করুন ও মনোস্কামনা জানান।
- এই দিন গুড়, গম, তামা ও ঘি-এর মধ্যে যে কোনও জিনিস দান করতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়।
- আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। এর ফলে দারুণ উপকার পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এরই সঙ্গে পেশার ক্ষেত্রে সমস্ত বাধাও দূর হবে।