ঘুমের মধ্যে আমরা নানা প্রকার স্বপ্ন দেখে থাকি। সে সকল স্বপ্ন দেখার নেপথ্যে কী কারণ রয়েছে বা তার অর্থই বা কী এমন নানা প্রশ্ন আমাদের মনে হামেশাই ঘুরে বেড়ায়। কিন্তু সাধারণ মস্তিষ্কে সেগুলি বোঝার ক্ষমতা আমাদের নেই। তাই কিছু উদ্ভট স্বপ্ন আমার হেসেই উড়িয়ে দিই। তবে শাস্ত্র জানাচ্ছে, সকল স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে। কোনও স্বপ্ন যেমন শুভ ইঙ্গিত বোঝায়, তেমনই বেশ কিছু স্বপ্ন রয়েছে যা অশুভ। এর অর্থ হতে পারে কোনও আসন্ন বিপদের সঙ্কেত।
প্রেম করে মনে ব্যথা পেয়ে বেরিয়ে এলেও প্রাক্তনকে সহজে ভোলা যায় না। মাথার মধ্যে থেকে থেকেই তাঁকে নিয়ে নানা চিন্তা ঘুরেফিরে আসতে থাকে। এমনকি স্বপ্নেও তাঁর ভাবনা থেকে নিস্তার পাওয়া যায় না। তখন মনের কোণে একটাই প্রশ্ন জাগে, তাঁকে নিয়ে স্বপ্ন কেন দেখলাম। অনেকেই এই স্বপ্ন দেখে পুনরায় প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মনে করেন ঈশ্বর হয়তো স্বপ্নের মাধ্যমে সেই বার্তাই পাঠিয়েছেন। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। স্বপ্নে প্রাক্তনকে দেখার নানা ব্যাখ্যা জ্যোতিষশাস্ত্রে দেওয়া রয়েছে।
প্রাক্তনের স্বপ্ন কেন আসে?
- স্বপ্নে যদি নিজেকে প্রাক্তনের দিকে দৌড়ে যেতে দেখেন তা হলে বুঝবেন আপনি এখনও কোনও নতুন সম্পর্কে যাওয়ার জন্য তৈরি নন। কিছু দিন আপনাকে নিজের সঙ্গে সময় কাটাতে, নিজেকে ভালবাসতে শিখতে হবে। এখনই যদি কোনও নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন, তা হলে সেই সম্পর্ক থেকেও সুখ পাবেন না।
- স্বপ্নে যদি ভিড়ের মাঝে নিজের প্রাক্তনকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তা হলে বুঝবেন আপনার মনের কোণে তাঁর জন্য এখনও ভালবাসা রয়ে গিয়েছে। আপনি এখনও তাঁকে পুরোপুরি ভুলে উঠতে পারেননি। এ ক্ষেত্রেও নতুন সম্পর্কে জড়ানো থেকে বিরত থাকা উচিত।
আরও পড়ুন:
- প্রাক্তনের মৃত্যুর স্বপ্ন দেখা অবশ্যই দুঃখজনক। কিন্তু এই স্বপ্ন আপনার জন্য পজ়িটিভ বার্তা বহন করে আনে বলে জানাচ্ছে শাস্ত্র। এর অর্থ আপনি অবশেষে সেই মানুষটিকে পুরোপুরি ভুলে উঠতে পেরেছেন। আপনার মনে আর তাঁর জন্য কোনও ভালবাসা নেই।
- প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হওয়ার স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনাদের মাঝে এখনও কোনও অমীমাংসিত বিষয় রয়ে গিয়েছে। সেটির জন্য আপনি তাঁকে মন থেকে সরাতে চেয়েও পেরে উঠছেন না। সেই কারণে ঘুরেফিরে তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আপনার মনে উঁকি দিচ্ছে। চেষ্টা করুন অমীমাংসিত ব্যাপারটি মিটিয়ে নেওয়ার।
আরও পড়ুন:
- স্বপ্নে প্রাক্তনকে বিয়ে করতে দেখলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। এর অর্থ আপনি নতুন সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত। এই স্বপ্নে অর্থ মোটেই এটা বোঝাচ্ছে না যে আপনি আপনার প্রাক্তনকে বিয়ে করতে চান। বরং তাঁকে ভুলে নতুন করে জীবন শুরু করার বার্তা নিয়ে আসে এই স্বপ্ন।
- প্রাক্তনের সঙ্গে পুনরায় সম্পর্কে যাওয়ার স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি বর্তমানে যেই সম্পর্কে আছেন সেটিকে অতীতের সঙ্গে তুলনা করছেন। এটি করা মোটেও ভাল কাজ নয়। এ ক্ষেত্রে প্রাক্তনকে সম্পূর্ণ ভুলে গিয়ে তার পর অন্য সম্পর্কের কথা ভাবা উচিত।