আজকাল অন্দরসজ্জার গাছের চল খুব বেড়েছে। বহু মানুষই নিজেদের ঘর সবুজে সাজিয়ে তোলেন। এতে ঘরের বায়ু বিশুদ্ধ থাকে। সবুজ চোখকে আরাম দেয়। এর ফলে মনমেজাজও ভাল থাকে। বাড়িতে শান্তির পরিবেশ সৃষ্টি হয়। বাস্তুমতেও বাড়িতে গাছ রাখার গুণাগুণ অনেক। বেশ কিছু গাছ রয়েছে যা বাস্তুর পজ়িটিভ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ও নেগেটিভ শক্তি হ্রাস করে। এতে বাড়ির সদস্যদের সম্পর্কের দৃঢ়তাও বৃদ্ধি পায়। তবে গাছটি কোন দিকে রাখছেন সেটির উপর নির্ভর করে কেমন ফলপ্রাপ্তি হবে। অন্দরসজ্জার গাছ ভুল দিকে রাখলে ভালর বদলে খারাপ হতে পারে বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। তাই জেনে নিন অন্দরসজ্জার জন্য কোন কোন গাছ বেছে নেবেন এবং সেগুলিকে কোন দিকে রাখবেন।
আরও পড়ুন:
বাড়ির কোন দিকে কোন গাছ রাখা উচিত:
মানিপ্ল্যান্ট: বাড়িতে মানিপ্ল্যান্ট রাখা যে শুভ সে বিষয়ে আমাদের সকলেরই একটা ধারণা রয়েছে। এই গাছের প্রভাবে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে সফলতা পেতেও সুবিধা হয়। বাধার পরিমাণ হ্রাসপ্রাপ্ত হয়। তবে ভুল দিকে এই গাছ রাখলে লাভের বদলে ক্ষতি হতে পারে বলে জানাচ্ছেন বাস্তুবিদেরা। বাড়ির দক্ষিণ-পূর্ব দিক মানিপ্ল্যান্ট রাখার জন্য শ্রেষ্ঠ। তাই এ দিকেই এই গাছ রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রেও রাখতে গেলে এই দিকেই রাখা ভাল হবে।
আরও পড়ুন:
লাকিবাম্বু: বাড়িতে লাকিবাম্বু গাছ লাগানোও অত্যন্ত শুভ। এটি বাড়ির পরিবেশ শান্ত রাখতে সাহায্য করে। লাকিবাম্বু যে বাড়িতে থাকে, সে বাড়ির সদস্যদের সফলতা প্রাপ্তিতে কোনও বাধার সম্মুখীন হতে হয় না বলে বিশ্বাস করা হয়। এটি আর্থিক সমস্যা থেকে নিস্তার পেতেও সাহায্য করে। বাড়ির উত্তর বা পূর্ব দিকে এই গাছ রাখার পরামর্শ দেওয়া হয়।
জেডগাছ: জেডগাছও বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি আমাদের বাড়ির বায়ুর বিশুদ্ধতা বজায় রাখার সঙ্গে সঙ্গে ভাগ্যেরও উন্নতি ঘটায়। এই গাছও আমাদের অর্থভাগ্য বদলে দিতে সাহায্য করে। তবে এটিকে সঠিক দিকে রাখলে তবেই ভাল ফল পাওয়া যায়। না হলে নয়। এই গাছটিকেও বাড়ির পূর্ব বা উত্তর-পূর্ব দিকে রাখার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন:
তুলসীগাছ: প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসীগাছ রাখার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষবিদেরা। এই গাছকে বাড়িতে রাখলে ও সকাল-সন্ধ্যা এটিকে পুজো করলে, প্রদীপ জ্বালালে নারায়ণের আশীর্বাদ লাভ করা যায়। তুলসীগাছ আমাদের কপালের হাল বদলাতে সক্ষম। তুলসীগাছ লাগানোর উপযুক্ত দিক হল উত্তর দিক। বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয়, তা হলে সেখানেই রাখা উচিত তুলসীগাছ। তবে কেবল উত্তর দিকেই তুলসীগাছ লাগানো যায় এমন নয়। উত্তর-পূর্ব বা পূর্ব দিকেও রাখতে পারেন তুলসীগাছ।