বাড়িতে তুলসীগাছ রাখার মাহাত্ম্য বিশেষ। সকল হিন্দু বাড়িতেই একটি তুলসীগাছ রাখা উচিত বলে মনে করছে শাস্ত্র। এতে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে। তুলসী যে কেবল ভগবান বিষ্ণুর প্রতীক তা নয়। শনিদেবের সঙ্গেও তুলসীগাছ সম্পর্কিত বলে মনে করা হয়। প্রতি দিন স্নানের পর তুলসীগাছে জল নিবেদন করলে ভাগ্যের হাল ফেরে বলে বিশ্বাস। বাড়িতে থাকা তুলসীগাছকে কখনও জলের অভাবে মরতে দেওয়া যাবে না। এতে ভাগ্যে দুর্দশা নেমে আসে। এ ছাড়া শনিবার করে তুলসীগাছে বিশেষ কিছু উপচার পালন করলে এবং তুলসীপাতার সাহায্যে সহজ কিছু উপায় মানলে উপকৃত হওয়া সম্ভব। এতে শনির খারাপ প্রভাব থেকে অনেকটা রেহাই পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুন:
শনিবারের উপায়:
- শনিবার সূর্যাস্তের পর তুলসীগাছে ঘিয়ের প্রদীপ জ্বালুন। তার পর অল্প দুধ ও আখের গুড় নিবেদন করুন। একই সঙ্গে ধূপকাঠিও জ্বালান। এতে অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন ও শনির আশীর্বাদ প্রাপ্তি হবে।
- শনিবার করে শনিদেবের পুজোর সময় অবশ্যই তাঁকে তুলসীপাতা নিবেদন করুন। এতে মনোবাসনা পূরণ হবে।
আরও পড়ুন:
- ব্যবসায় ভাল ফল পেতে প্রতি শনিবার স্নানের পর ১১টা তুলসীপাতা নিন। হলুদের মিশ্রণ বানিয়ে তুলসী পাতাগুলিতে লাগান। তার পর সেগুলি শনিদেবকে নিবেদন করুন। ব্যবসায় চোখে পড়ার মতো উন্নতি হবে।
- সপ্তাহের প্রতি দিন সম্ভব হলে খুব ভাল হয়, না হলে শনিবার করে স্নানের পর অবশ্যই তুলসীগাছে তামার ঘটিতে করে জল দিন। তার পর ভগবান বিষ্ণু ও শনিদেবকে স্মরণ করে মনের ইচ্ছা জানান। এর পর সেই ভেজা মাটির তিলক নিজের কপালে পরুন। ভাগ্যের উন্নতি নিজের চোখেই দেখতে পাবেন।