জীবনে অর্থসমস্যা থাকলে কোনও কিছুই ভাল লাগে না। আমাদের জীবনের কিছু সময় কাটে খুব সুখে-আনন্দে, আবার কিছু সময় আসে যখন কোনও কিছুই ঠিক পথে চলে না। সে ক্ষেত্রে আমাদের দৈনন্দিন ব্যবহারিক কিছু জিনিস আমাদের খুব কাজে আসতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, নুন সেই সমস্ত জিনিসগুলির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। নুন দিয়ে করা টোটকা এক নিমেষেই আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। আর্থিক উন্নতি থেকে শুরু করে জীবনে যে কোনও সমস্যার সমাধান করতে নুন খুব উপকারি।
আরও পড়ুন:
-
ভাগ্য কি সঙ্গ দেবে? জুনের শেষ সপ্তাহে আপনার ভাগ্যে কি লটারিতে প্রাপ্তিযোগ রয়েছে? রাশি মিলিয়ে দেখে নিন
-
করতেই হবে পাঁচটি কাজ, না-করলে বিপদে পড়বেন ২১ জুন! উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিনে মেনে চলবেন কী কী?
-
সম্পর্কে ছেদ ঘটাতে পারে মঙ্গল-কেতু-রাহুর একই কক্ষে অবস্থান! জীবনে ‘বসন্ত’ টিকিয়ে রাখতে মেনে চলুন ছয় উপায়
জেনে নিন টোটকাগুলি কী:
১. রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের নীচে সাদা কাপড়ে নুন দিয়ে একটা পুঁটলি তৈরি করে রাখুন। নুনের মধ্যে যে কোনও নেগেটিভ শক্তিকে টেনে নেওয়ার ক্ষমতা থাকে। নুনের পুঁটলিটা সারা রাত ধরে বালিশের নীচে থাকার ফলে আপনার মধ্যে এবং আশপাশে থাকা সমস্ত নেগেটিভ শক্তিকে সেটি দূরে সরিয়ে দেবে। জীবন থেকে দুঃখ কমে গিয়ে সুখের সময় শুরু হবে।
২. প্রতি শুক্রবার রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের নীচে নুনের পুঁটলি রাখলে আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
আরও পড়ুন:
৩. রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের নীচে নুনের পুঁটলি রাখলে নজরদোষ এবং বাস্তুদোষ থেকেও মুক্তি পাওয়া যায়।
৪. কর্মক্ষেত্রে বার বার বাধার মুখে পড়তে হচ্ছে? বালিশের তলায় রাখা নুনের পুঁটলি আপনাকে সেই বাধার হাত থেকেও রক্ষা করবে।
৫. বাড়িতে যদি কেউ ঘন ঘন রোগে ভোগে তা হলে সেই মানুষের বালিশের তলায়ও নুনের পুঁটলি রাখা যেতে পারে।