আমাদের অনেকের জীবনেই শত্রুভয় রয়েছে। বিশ্বের সকল মানুষই তাঁদের শত্রুদের সমঝে চলতে পছন্দ করেন। কারণ যাঁরা আমাদের খারাপ চান, তাঁরা যে কোনও সময় আমাদের কোনও ক্ষতি করে ফেলতেই পারেন। শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার প্রবণতা জন্মছক দেখে বোঝা যায়। কোন দিক থেকে বা কী ভাবে কোনও মানুষ অপর কোনও মানুষের ক্ষতি করবে তা জন্মপত্রিকা দেখে বলে দেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
শত্রু যে সব সময় বাইরের কেউ হবে তা নিশ্চিত ভাবে বলা খুব কঠিন। কারণ, অনেক সময় দেখা যায় যে বাইরের কেউ নয়, ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে শত্রু। নিজেদের মানুষেরাও যে কখন শত্রু হয়ে ওঠে তা আমরা বুঝতে পারি না। বাইরের শত্রুদের হাত থেকে কিছুটা হলেও ছাড় পাওয়া যায়, তবে শত্রু যখন ঘরে থাকে তখন তাঁর হাত থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল হয়ে ওঠে। সে ক্ষেত্রে এমন একটি টোটকা রয়েছে, যা সঠিক নিয়মে করতে পারলে শত্রুদের হাত থেকে অতি সহজেই মুক্তি পাওয়া যাবে।
আরও পড়ুন:
টোটকা:
এই টোটকাটি করতে লাগবে শুধুমাত্র ছোট চার আঙুল মাপের চারটে যজ্ঞডুমুরের ডাল, সঙ্গে পাঠ করতে হবে একটি শক্তিশালী মন্ত্র।
যজ্ঞডুমুরের ডালগুলো ভাল করে গঙ্গাজলে ধুয়ে একটা পরিষ্কার জায়গায় রাখতে হবে। শুদ্ধ বস্ত্র পরে, একটা শুদ্ধ আসনে বসে ১০৮ বার ‘শ্রীহনুমতে নমঃ।।’— এই মন্ত্রটি জপ করতে হবে। তার পর শত্রুর বাড়ির কাছে গিয়ে যজ্ঞডুমুরের ডালগুলো পুঁতে দিতে হবে। এই কাজটি করলে শত্রু শত চেষ্টা করেও আপনার আর কোনও ক্ষতি করতে পারবে না। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, এই কাজটি করার সময় আপনাকে যেন কেউ না দেখতে পায়।