দেবী দুর্গার ১০৮টি অবতারের এক অন্যতম রূপ হল বিপত্তারিণী। দেবীকে কখনও দশভুজা রূপে পুজো করা হয়, কখনও আবার চতুর্ভুজা রূপে পুজো করা হয়। দেবী বিপত্তারিণীর উপাসনা করা মানে দেবী দুর্গারই উপাসনা করা।
বিপদ থেকে আমাদের রক্ষা করেন সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী। পৌরাণিক কাহিনি মতে, দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তখন তপস্যাবলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। সেই মুহূর্তে দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হন দেবী বিপত্তারিণী।
আরও পড়ুন:
দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধাবিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয়। আষাঢ় মাসের রথ এবং উল্টোরথের মাঝের মঙ্গল এবং শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়।
আগামী ২৮ জুন, শনিবার এবং ১ জুলাই, মঙ্গলবার দেবী বিপত্তারিণীর ব্রত।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
১৩ আষাঢ়, ২৮ জুন, শনিবার ।
তিথি— (আষাঢ় শুক্লপক্ষ) তৃতীয়া সকাল ৯টা ৫৫ মিনিট পর্যন্ত, পরে চতুর্থী।
১৬ আষাঢ়, ১ জুলাই, মঙ্গলবার।
তিথি— (আষাঢ় শুক্লপক্ষ) ষষ্ঠী সকাল ১০টা ২১ মিনিট পর্যন্ত, পরে সপ্তমী।
আরও পড়ুন:
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
১৩ আষাঢ়, ২৮ জুন, শনিবার ।
তিথি— (আষাঢ় শুক্লপক্ষ) তৃতীয়া সকাল ১২টা ২১ মিনিট ১২ সেকেন্ড পর্যন্ত, পরে চতুর্থী।
১৬ আষাঢ়, ১ জুলাই, মঙ্গলবার।
তিথি— (আষাঢ় শুক্লপক্ষ) ষষ্ঠী সকাল ১২টা ২৭ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত, পরে সপ্তমী।