Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জন্মকুণ্ডলী অনুযায়ী ব্যক্তিত্ব বিচার (প্রথম পর্ব)

যে মানুষটির সঙ্গে আপনি বিভিন্ন ভাবে জড়িয়ে পড়তে যাচ্ছেন তাঁর অবস্থান বিচার করুন। আপনি স্পষ্ট বুঝতে পারবেন সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন হবে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

ব্যক্তিত্ব— এই শব্দটি মানুষের এমনই এক অলঙ্কার, যা থেকে বোঝা যায় মানুষটি কেমন। মানুষের ব্যক্তিত্ব অন্য মানুষের মনে সেই মানুষটি সম্পর্কে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরী করে। মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে তার চেহারার ওপর, তার কথাবার্তা বলার ধরনের ওপর, এমনকি তার চলাফেরা ও বিভিন্ন গতিবিধির ওপরেও। অন্য কোনও মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ত্তঠে মুলত ব্যক্তিত্বের ওপরে নির্ভর করেই।

যে মানুষটির সঙ্গে আপনি বিভিন্ন ভাবে জড়িয়ে পড়তে যাচ্ছেন তাঁর অবস্থান বিচার করুন। আপনি স্পষ্ট বুঝতে পারবেন সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন হবে।

১। যদি কারও কোষ্ঠীতে লগ্নপতি বৃহস্পতি বা শুক্র প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম ভাবে স্থিত হয় অথবা জন্মরাশির লগ্ন শুভ গ্রহের সঙ্গে যুক্ত বা দৃষ্ট হয় কিংবা কর্কট, বৃশ্চিক, মীন লগ্ন হয় এবং তাতে শুভ গ্রহ উপস্থিত থাকে, লগ্নপতি বলবান হয়ে কোনও শুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়, তা হলে এই ব্যক্তি পুষ্ট দেহের অধিকারী হয়।

২। যদি কোনও জাতকের কোষ্ঠীতে লগ্নপতি স্বগৃহী হয়ে বলবান হয় এবং কোনও শুভ গ্রহের সঙ্গে যুতি সৃষ্টি করে অথবা লগ্নপতি মেষ, কর্কট, তুলা, মকর রাশিতে স্থিত হয়ে কোনও শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তা হলে এই জাতক কীর্তিমান, মহাভোগী এবং শারীরিক দিক থেকে সুপুষ্ট হয়ে থাকে।

৩। কারও কোষ্ঠীতে যদি জন্মরাশির অধিপতি এবং লগ্নের অধিপতি যুতি সৃষ্টি করে অথবা লগ্ন শুভ রাশিতে কোনও পাপগ্রহ দ্বারা দৃষ্ট না হয় অথবা লগ্নের অধিপতি কর্কট, বৃশ্চিক বা মীন রাশিতে স্থিত হয়ে কোনও শুভ গ্রহের (চন্দ্র, বুধ, বৃহস্পতি বা শুক্র) সঙ্গে যুক্ত হয় এবং কোনও জলচর গ্রহ দ্বারা দৃষ্ট হয় অথবা শুভ গ্রহের রাশিতে (কর্কট, মিথুন, কন্যা, ধনু, মীন, বৃষ বা তুলা) লগ্ন হয় তথা লগ্নের নবাংশের অধিপতি জন্ম রাশির হয়, তা হলে এই জাতকেরা শক্তপোক্ত চেহারার অধিকারী হয়।

আরও পড়ুন: কোন ৫টি রাশির জাতক-জাতিকা প্রেমে সবচেয়ে বেশি প্রতারণা করে

৪। কারও কোষ্ঠীতে যদি লগ্নে বৃহস্পতি থাকে অথবা বৃহস্পতি লগ্নকে দৃষ্টি দেয় কিংবা লগ্নপতি শুভ গ্রহের রাশিতে বলবান হয় বা লগ্নপতি শুভ গ্রহের রাশিতে বলবান হয় বা লগ্নপতি শুভ গ্রহের রাশিতে বলবান হয় বা লগ্নপতি জলরাশিতে বলবান শুক্রের সঙ্গে অবস্থান করে, তা হলে এধরনের জাতকের শরীর পুষ্ট হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashi Personality Birth Chart person
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE