Advertisement
১৮ সেপ্টেম্বর ২০২৪
Astrological Tips

ঘরে কোন জায়গায় জুতোর র‌্যাক রাখা উচিত, কোথায় উচিত নয়?

ঘরের ভিতরে জুতো যদি ঠিক জায়গায় না রাখা হয়, তা হলে নানা সমস্যায় পড়তে হয় এবং আর্থিক দিকেও অবনতি হতে দেখা যায়।

Placement of shoe rack according to astrology

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ০৬:৫৯
Share: Save:

আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের প্রচুর গুরুত্ব রয়েছে । বাস্তুশাস্ত্র মেনে আমরা যদি ঘরের সব জিনিস ঠিক জায়গায় রাখি, তা হলে আমাদের জীবনের নানা সমস্যা থেকে আমরা অনেকটা মুক্তি পেতে পারি। ঘর যদি আমরা বাস্তু মতে না সাজাই তা হলে নানা সমস্যার মুখে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে যদি ঘরের ভিতরে জুতো ঠিক জায়গায় না রাখা হয়, তা হলে নানা সমস্যায় পড়তে হয় এবং আর্থিক দিকেও অবনতি হতে দেখা যায়।

কথিত আছে, জুতো যদি ঘরের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয় তা হলে শনি দেবের অশুভ দৃষ্টিতে পড়তে হয়। তাই আমাদের বিশেষ করে নজর দেওয়া প্রয়োজন যেন ঘরের ভিতর জুতো কখনওই সঠিক জায়গা ছাড়া না রাখা হয়। যেই ঘরের ভিতর জুতো ছড়িয়ে-ছিটিয়ে থাকে, সেই ঘরে অশুভ শক্তি প্রবেশ করে এবং ঘরের উন্নতিতে বাধা সৃষ্টি করে।

জুতো রাখার সঠিক স্থান

১) জুতো রাখার সঠিক স্থান হল পশ্চিম দিক। পশ্চিম দিকে জুতো রাখার জায়গা করা যেতে পারে।

২) যদি পুরোপুরি পশ্চিম দিকে সম্ভব না হয়, তা হলে উত্তর-পশ্চিম দিক বা দক্ষিণ-পশ্চিম দিকে রাখা যেতে পারে।

৩) কখনওই পূর্ব দিক, উত্তর দিক ও অগ্নিকোণে জুতো রাখার ব্যবস্থা করতে নেই।

৪) বিছানার নীচে জুতো রাখতে নেই, এতে বাড়ির সদস্যেরা ঘন ঘন অসুস্থ হয় বলে মনে করা হয়।

৫) সদর দরজার সামনে জুতো কখনও না থাকে, এই দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আর জুতো কখনও অগোছালো ভাবে রাখা চলবে না।

৬) ঠাকুরঘর বা রান্নাঘরের কাছাকাছি জুতো রাখা যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Astrological Tips Shoe Rack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE