জ্যোতিষশাস্ত্রে লোহার আংটির বিশেষ তাৎপর্য রয়েছে। শাস্ত্রমতে, লোহা শনিদেবের ধাতু। শনির কোপ থেকে বাঁচার জন্য বহু মানুষই তাই লোহার আংটি পরেন। অন্যান্য ধাতুর তুলনায় লোহার দাম তুলনামূলক কম। সেই কারণে যে কোনও শ্রেণির মানুষের পক্ষে এই আংটি কেনা সহজ। কিন্তু বাজার থেকে পছন্দসই লোহার আংটি কিনে পরে নিলেই সুফল মিলবে না। উল্টে শনির কোপ বৃদ্ধি পেতে পারে। জীবনে বাড়তে পারে সমস্যা। লোহার আংটি ধারণের বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে লোহার আংটি পরা আবশ্যিক। এ ছাড়া আংটিটি কোন আঙুলে পরছেন তার উপরও কেমন ফল পাবেন সেটি নির্ভর করে।
আরও পড়ুন:
কোন আঙুলে লোহার আংটি পরা উচিত?
হস্তরেখাবিদ্যা অনুসারে, আমাদের মধ্যমায় শনি গ্রহের বাস। অর্থাৎ, মধ্যমার সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে। তাই লোহার আংটি পরার জন্য উপযুক্ত আঙুল হল মধ্যমা। ডান হাতের মধ্যমায় লোহার আংটি পরলে সবচেয়ে ভাল হয়। তবে ডান হাতে আংটি পরা সম্ভব না হলে, বাঁ হাতের মধ্যমাতেও লোহার আংটি পরা যেতে পারে।
আরও পড়ুন:
লোহার আংটি কোন দিন ধারণ করা উচিত?
অমাবস্যা তিথি লোহার আংটি পরার জন্য আদর্শ। যে কোনও অমাবস্যায় লোহার আংটি পরতে পারলে খুব ভাল হয়। তবে সেটি সম্ভব না হলে শনিবারও লোহার আংটি পরতে পারেন। যে হেতু লোহার সঙ্গে শনিদেব সম্পর্কিত, তাই সূর্যাস্তের পরবর্তী সময়ই লোহার আংটি পরার জন্য আদর্শ হবে। তবে পরার আগে এক বার জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিতে হবে। যে কোনও ধাতুর আংটি সকলের ভাগ্যে সহ্য হয় না। এ ছাড়া যে কোনও ধাতু ধারণেরও শুভ-অশুভ সময় হয়। তাই লোহার আংটি ধারণের পূর্বেও এক বার জ্যোতিষীর সঙ্গে কথা বলে নিতে পারলে খুব ভাল হয়।
আরও পড়ুন:
লোহার আংটি ধারণের নিয়ম:
বাজার থেকে লোহার আংটি কিনে এনে পরে নিলেই হবে না। সেটি ধারণের পূর্বে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক। না হলে সুফলের বদলে কুফল মিলতে পারে। জেনে নিন নিয়মগুলি কী।
- সবার প্রথমে নিজেকে শুদ্ধ করতে হবে। স্নান করে কাচা, পরিষ্কার বসন ধারণ করুন।
- এর পর লোহার আংটিটি শুদ্ধ করার পালা। একটি পাত্রে গঙ্গাজল নিয়ে লোহার আংটিটা ডুবিয়ে রেখে দিন।
আরও পড়ুন:
- শনিদেবের আরাধনা করুন। তাঁর সামনে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালান ও ১০৮ বার শনিদেবের মন্ত্র উচ্চারণ করুন। শনিদেবকে নিজের মনোস্কামনা জানান।
- সব শেষে গঙ্গাজল থেকে লোহার আংটি তুলে, জল মুছে নিয়ে, শনিদেবকে স্মরণ করতে করতে আংটিটি মধ্যমায় পরে নিন।