শিবের সঙ্গে যে ষাঁড় থাকে তাকে নন্দী বলে মানেন হিন্দুরা। নন্দী হল শিবের অনুচর। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সে আমাদের মনোস্কামনা শিবের কাছে পৌঁছে দেয়। সেই কারণে শিবের মন্দিরে নন্দীর কানে মনোস্কামনা জানানোর চল রয়েছে। এই কাজ আমরা অনেকেই করে থাকি। কিন্তু সেটি সঠিক উপায়ে করছি কি না সে বিষয়ে খেয়াল প্রায় কেউই রাখেন না। বেশির ভাগ মানুষেরই নন্দীর কানে মনের ইচ্ছা জানানোর সঠিক উপায় জানা নেই। তবে শাস্ত্র জানাচ্ছে, ভুল উপায়ে নন্দীর কানে মনোবাসনা জানালে সেটি পূরণ হবে না। জেনে নিন সঠিক উপায়গুলি কী।
আরও পড়ুন:
নন্দীর কানে মনোবাসনা জানানোর সঠিক উপায়:
১. নন্দীর বাঁ দিকে দাঁড়িয়ে মনোবাসনা জানাতে হবে। ডান দিকে দাঁড়ালে চলবে না। বাঁ দিকই এই কাজ করার জন্য আদর্শ, তা হলেই ফল পাওয়া যাবে। না হলে নয়।
২. তবে বাঁ কানে ইচ্ছা জানালে হবে না। বাঁ দিকে দাঁড়িয়ে নন্দীর ডান কানে মনোবাসনা জানাতে হবে। তা হলেই সেই ইচ্ছা শিবের কাছে পৌঁছোবে।
আরও পড়ুন:
৩. মনে সংশয় বা ভয় নিয়ে নন্দীর কানে মনোবাসনা জানালে হবে না। নিজের ইচ্ছার ব্যাপারে নিশ্চিত হতে হবে। সাহস ও ভরসা রাখতে হবে যে আপনি যেটা চাইছেন, সেটা পূরণ করার ক্ষমতা আপনার আছে। সেটি সম্ভব করার জন্য যে পরিমাণ পরিশ্রমের প্রয়োজন, সেটাও নির্ভেজাল ভাবে করে যাওয়ার মানসিকতা সঙ্গে নিয়ে চলতে হবে। নন্দী ও মহাদেবের ক্ষমতার উপর বিশ্বাস রাখাও আবশ্যিক। তা হলেই মনোবাসনা পূরণ হবে।
৪. অনেকগুলি ইচ্ছার কথা একসঙ্গে বললে হবে না। নির্দিষ্ট একটি মনোবাসনাই সম্পূর্ণ রূপে জানাতে হবে।
আরও পড়ুন:
৫. সব শেষে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রটি তিন বার উচ্চারণ করুন। তা হলেই আপনার ইচ্ছা জানানো সম্পন্ন হবে।