দৈবশক্তির কৃপা প্রত্যেক মানুষের উপরই রয়েছে। তিনি অগোচরে নানা বিপদ থেকে আমাদের রক্ষা করে চলেন। সেই বিষয়ে আমরা জানতেও পারি না। কোনও বিপদের পূর্বে নানা সঙ্কেতও পাঠান দৈবশক্তি। তবে কেবল দৈবশক্তি নয়, যে রাশির উপর যে গ্রহের কৃপা রয়েছে, সেই গ্রহও তার জাতককে রক্ষা করার পূর্ণ চেষ্টা করে। সংখ্যাতত্ত্বমতে, প্রতিটি জন্মসংখ্যার সঙ্গেও এক একটি গ্রহের সম্পর্ক রয়েছে। নির্দিষ্ট জন্মসংখ্যার ব্যক্তিরা যে গ্রহ দ্বারা পরিচালিত হন, সেই গ্রহের কারণে তাঁদের মধ্যে নানা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এ ছাড়া সেই গ্রহের কৃপায় এঁরা কৃপাপ্রার্থীও হন। বিশেষ কিছু জন্মসংখ্যার ব্যক্তিরা রয়েছেন যাঁদের সর্ব ক্ষণ রক্ষা করে চলে জাতক গ্রহ। গ্রহের কল্যাণে অশুভ শক্তি সহজে এঁদের কাছে ঘেঁষতে পারে না। তালিকায় কোন জন্মসংখ্যার ব্যক্তিদের কথা বলা হয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
কোন চার জন্মসংখ্যার ব্যক্তিরা জাতক গ্রহের প্রিয় হন?
১: ১ জন্মসংখ্যার ব্যক্তিরা সূর্য দ্বারা পরিচালিত হন। জ্যোতিষমতে, সৌরজগতের সবচেয়ে শক্তিশালী গ্রহ সূর্য। ফলত ১ জন্মসংখ্যার ব্যক্তিরা যে এ বিষয়ে ভাগ্যবান তা বলাই বাহুল্য। এঁদের শক্তি ও তেজ হয় সূর্যসম। সূর্যের কৃপায় নজরদোষ, অশুভ শক্তি প্রভৃতি এঁদের কাছে সহজে ঘেঁষতে পারে না। সূর্যদেব সর্বদা এঁদের রক্ষা করে চলেন। প্রতি দিন ভোরবেলা ঘুম থেকে উঠলে ও সূর্যের প্রতি অর্ঘ্য দান করলে সুফল প্রাপ্তির পরিমাণ বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
৩: ৩ জন্মসংখ্যার ব্যক্তিদের চালনা করে বৃহস্পতি। শাস্ত্রমতে, বৃহস্পতি হল শুভ গ্রহ। যে ব্যক্তির জীবনে বৃহস্পতির কৃপা থাকে, তাঁর কখনও ধনসম্পদের অভাব হয় না। তবে কেবল সম্পদবৃদ্ধিতেই নয়, নিজের সংখ্যার জাতক-জাতিকাদের অশুভ শক্তির কবল থেকেও রক্ষা দান করে বৃহস্পতি। ৩ জন্মসংখ্যার ব্যক্তিদের যে কোনও বিপদের আঁচ আগে থেকেই জানিয়ে দেয় শুভ গ্রহ। এরই সঙ্গে সফলতার পথে আসা সমস্ত বাধা দূর করতেও সহায়ক বৃহস্পতি। বৃহস্পতির পূর্ণ সুফল পেতে প্রতি বৃহস্পতিবার কলাগাছের পুজো করা যেতে পারে।
আরও পড়ুন:
৮: শনি গ্রহ দ্বারা প্রভাবিত জন্মসংখ্যা ৮। শনির প্রভাবে এঁরা নিয়মের বেড়াজালে জীবন কাটাতে ভালবাসেন। জীবনে শৃঙ্খলার গুরুত্ব কতটা সেটা এঁরা কম বয়সেই বুঝে যান। শনির রাশি বলে যে এঁদের সর্বদা ভয়ে জীবন কাটাতে হয় তা নয়, বরং শনির কৃপাদৃষ্টি এঁদের সঙ্গে সর্ব ক্ষণ থাকে। যে এদের ক্ষতি করতে চায়, তাকেই বিফল হওয়ার হতাশায় ভুগতে হয়। ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের শনিদেব সর্বদা রক্ষা করে চলেন। সুফলের পরিমাণ বৃদ্ধি করতে ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা প্রতি শনিবার শনিমন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
৯: মঙ্গল দ্বারা প্রভাবিত ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা মঙ্গলের সুরক্ষাবলয়ের আওতায় থাকেন। অগ্নিকারক গ্রহ মঙ্গল সহজে এঁদের ক্ষতির সম্মুখীন হতে দেয় না। ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা মঙ্গলের কৃপায় অত্যন্ত সাহসী ও আত্মবিশ্বাসী হন। তাঁদের সেই সাহস ও আত্মবিশ্বাসকে সহজে ক্ষুণ্ণ হতে দেয় না মঙ্গল। সব ক্ষেত্রে সর্বদা এঁদের রক্ষা করে যায়। মঙ্গলের পূর্ণ সহযোগিতা পেতে ৩ সংখ্যার জাতক-জাতিকারা নিয়মিত হনুমান চালিশা পাঠ করতে পারেন।